শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০৭:১২ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমটা জমে ক্ষীর হোক

মাঝে দীর্ঘদিন ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। আর এই সময়টা নাকি নিজেকে গুছিয়ে নিয়েছেন। বলছি— পরীমণির কথা। কিন্তু লোকজন বলছে ভিন্ন কথা। এসব গুঞ্জন ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন— শামছুল হক রাসেল

কেমন আছেন?

হুম... বেশ ভালো আছি।

মাঝে দীর্ঘদিন ক্যামেরার সামনে দাঁড়াননি কেন?

‘স্বপ্নজাল’ মুক্তির পর ক্যামেরার সামনে গ্যাপ দেওয়ার কারণ ছিল একটাই— নিজেকে সময় দেওয়া। তাই এ সময় অনেকগুলো কাজ ছেড়ে দিয়েছি। বলতে পারেন, নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তাই এ বিরতি।

বর্তমান ব্যস্ততা...

সম্প্রতি শফিক হাসানের ‘বাহাদুরি’ শেষ করলাম। এ ছাড়া দুটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছি। এর মধ্যে গিয়াস উদ্দিন সেলিমের ‘প্রীতি’ শেষ পর্যায়ে। এখানে ভিন্ন চরিত্রে দেখা যাবে আমাকে। এদিকে, মোস্তফা সরয়ার ফারুকীর একটি ‘টিভিসি’র কথা চলছে।

মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কাজ করছেন...

শিগগিরই ক্যামেরা অন হবে। তবে প্রথমবার তার সঙ্গে সাক্ষাতের পর যেটা মনে হলো এ সাক্ষাৎ যেন নতুন নয়। ফারুকী ভাই দারুণভাবে তার টিমের সঙ্গে আমাকে আপন করে নিয়েছেন, যা সত্যি ভালো লেগেছে। এই জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি ভালো একটা কাজ হবে।

অনেকেই বলছেন ছবি পাচ্ছেন না তাই শর্ট ফিল্ম করছেন, সত্যিই কি তাই?

তাদের বলব, আমার কোনো কাজ তাদের দেখার দরকার নাই। আসলে সমালোচকদের কাজই সমালোচনা করা।

এ বছর মাত্র একটি ছবি মুক্তি পেয়েছে, কোনো আক্ষেপ?

না, কোনো আক্ষেপ বা কষ্ট নেই। বরং অন্য রকম একটা ভালো লাগা বোধ করছি। আসলে দর্শকরা কাজের সংখ্যা দিয়ে বিচার করেন না। তারা আমাদের কাজের মানটাকে গুরুত্ব দেন।

চুটিয়ে প্রেম করছেন, তা বিয়েটা সারবেন কবে?

প্রেমটা একটু জমে ক্ষীর হোক, তারপর না হয় দেখা যাবে। বিয়ে নিয়ে এত তাড়া কেন? হা. হা.. হা...

  • সর্বশেষ
  • জনপ্রিয়