শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০৭:০৮ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেড় শতাধিক প্রার্থী নিশ্চিত বিএনপির

বাংলাদেশ প্রতিদিন : ২০০১ এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। অর্থাৎ পুরনোদের অধিকাংশই এবারও মনোনয়ন পাচ্ছেন। ‘শক্ত’ প্রার্থীকে মনোনয়ন দিতে গিয়ে সংস্কারপন্থিদের কয়েকজনকে প্রার্থী করা হচ্ছে। দলের নীতিনির্ধারণী একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই তিনটি জরিপ চালিয়েছেন। সেই জরিপের ভিত্তিতে তিনি ৩০০ আসনের প্রার্থী তালিকা তৈরি করেছেন। তবে এবার ঢাকা মহানগরের আসনে সবচেয়ে বেশি পরিবর্তন হচ্ছে। ঐক্যফ্রন্টের কয়েকজন নেতাকে ঢাকায় নির্বাচন করতে দেখা যাবে। কয়েকজন তরুণ নেতাও থাকবেন প্রার্থী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আমাদের সময়কে বলেন, মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তার পর অধিকাংশ আসনে কয়েকজন বিকল্প রেখে প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন প্রার্থীর ব্যাপারে মনোনয়ন বোর্ডের সদস্যদের মতামতও আছে। এখন একক প্রার্থী তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। দু-একদিনের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।

যে আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত : বরগুনা-১ মতিউর রহমান তালুকদার, বরগুনা-২ নুরুল ইসলাম মনি। পটুয়াখালী-১ এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ শহিদুল আলম তালুকদার/মুনির হোসেন, পটুয়াখালী-৩ হাসান মামুন, পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন, ভোলা-২ হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা-৪ নাজিমউদ্দিন আলম/নুরুল ইসলাম নয়ন।

কিশোরগঞ্জ-১ রেজাউল করিম খান চুন্নু, কিশোরগঞ্জ-২ মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জন, কিশোরগঞ্জ-৩ ড. এম ওসমান ফারুক বা তার স্ত্রী, কিশোরগঞ্জ-৪ অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ এহসান কুপিয়া/শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-৬ শরিফুল আলম। ময়মনসিংহ-১ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ শাহ শহীদ সারোয়ার, ময়মনসিংহ-৩ ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ময়মনসিংহ-৪ দেলোয়ার হোসেন খান দুলু, ময়মনসিংহ-৫ একেএম মোশাররফ হোসেন, ময়মনসিংহ-৬ ইঞ্জিনিয়ার শামস উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৭ ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-৮ লুৎফুল্লাহেল বাবু, ময়মনসিংহ-৯ খুররম খান চৌধুরী/মামুন বিন আবদুল্লাহ, ময়মনসিংহ-১০ ডা. এজেডএম জাহিদ হোসেন/অ্যাডভোকেট আল-ফাতাহ্্ মো. আবদুল হান্নান খান, ময়মনসিংহ-১১ মোরশেদ আলম/ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

মানিকগঞ্জ-১ খোন্দকার আখতার হামিদ ডাবলু/আকবর হোসেন বাবলু, মানিকগঞ্জ-২ মঈনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ-৩ আফরোজা খানম রিতা। মুন্সীগঞ্জ-১ শাহ মোয়াজ্জেম হোসেন, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা, মুন্সীগঞ্জ-৩ আবদুল হাই/কামরুজ্জামান রতন। ঢাকা-১ খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা-৪ সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-৫ নবীউল্লাহ নবী/ঐক্যফ্রন্ট, ঢাকা-৬ আবুল বাশার/ঐক্যফ্রন্ট, ঢাকা-৭ ঐক্যফ্রন্ট, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-৯ হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-১০ ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম/ ঐক্যফ্রন্ট, ঢাকা-১১ এমএ কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব/ঐক্যফ্রন্ট, ঢাকা-১৩ আবদুস সালাম, ঢাকা-১৪ এসএ সাজু/ঐক্যফ্রন্ট, ঢাকা-১৫ মামুন হাসান বা সিনিয়র কোনো নেতা, ঢাকা-১৬ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া/আমিনুল ইসলাম/ঐক্যফ্রন্ট, ঢাকা-১৭ মেজর জেনারেল (অব) রুহুল আলম চৌধুরী/ মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ঢাকা-১৮ মেজর (অব) কামরুল ইসলাম/এসএম জাহাঙ্গীর, ঢাকা-১৯ ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, ঢাকা-২০ তমিজ উদ্দিন, গাজীপুর-১ চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, গাজীপুর-২ এমএ মান্নান/ হাসান সরকার, গাজীপুর-৩ ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ সাবেক মন্ত্রী প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহের ছেলে রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ একেএম ফজলুল হক মিলন।

নরসিংদী-১ খায়রুল কবির খোকন, নরসিংদী-২ ড. আবদুল মঈন খান, নরসিংদী-৩ অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, নরসিংদী-৪ সরদার সাখাওয়াত হোসেন বকুল/আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, নরসিংদী-৫ জামাল আহমেদ চৌধুরী, নারায়ণগঞ্জ-১ অ্যাডভোকেট তৈমূর আলম, নারায়ণগঞ্জ-২ আতাউর রহমান খান আঙ্গুর/ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ রেজাউল করিম, নারায়ণগঞ্জ-৪ মোহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আবুল কালাম/ঐক্যফ্রন্ট, রাজবাড়ী-১ আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ হারুন অর রশীদ। ফরিদপুর-১ শাহ আবু জাফর, ফরিদপুর-২ শামা ওবায়েদ/ ইসলাম রিংকু, ফরিদপুর-৩ চৌধুরী কামাল ইবনে ইউসুফ/শাহজাদা মিয়া/মাহবুবুল হাসান পিংকু, মাদারীপুর-১ কামাল জামান নুরুদ্দিন মোল্লা/সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু, মাদারীপুর-২ হেলেন জেরিন খান, মাদারীপুর-৩ আনিসুর রহমান তালুকদার খোকন, গোপালগঞ্জ-১ সরফুজ্জামান জাহাঙ্গীর/সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ-২ এমএইচ খান মঞ্জু, গোপালগঞ্জ-৩ এসএম জিলানী। শরীয়তপুর-১ সরদার একেএম নাসির উদ্দিন খান, শরীয়তপুর-২ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-৩ মিয়া নূরুদ্দিন অপু।

সুনামগঞ্জ-১ নজির হোসেন, সুনামগঞ্জ-২ মো. নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ নুরুল ইসলাম সাজু/কয়সর আহমদ, সুনামগঞ্জ-৪ ফজলুল হক আসপিয়া, সুনামগঞ্জ-৫ কলিম উদ্দিন আহমেদ মিলন, সিলেট-১ ইনাম আহমেদ চৌধুরী/আবদুল মোক্তাদির চৌধুরী, সিলেট-২ নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহমিনা রুশদীর লুনা, সিলেট-৩ শফি আহমেদ চৌধুরী/ব্যারিস্টার এমএ সালাম, সিলেট-৪ আবদুল হেকিম, মৌলভীবাজার-১ এবাদুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-২ সুলতান মনসুর (ঐক্যফ্রন্ট), মৌলভীবাজার-৩ নাসের রহমান, মৌলভীবাজার-৪ হাজী মুজিব। হবিগঞ্জ-১ শেখ সুজাত মিয়া/রেজা কিবরিয়া (ঐক্যফ্রন্ট), হবিগঞ্জ-২ ডা. এম সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ পৌর মেয়র জিকে গউছ, হবিগঞ্জ-৪ সৈয়দ মুহাম্মদ ফয়সাল।

ব্রাহ্মণবাড়িয়া-১ একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-২ উকিল আবদুস সাত্তার, ব্রাহ্মণবাড়িয়া-৩ খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৪ মুশফিকুর রহমান/নাসির উদ্দিন হাজারী, ব্রাহ্মণবাড়িয়া-৫ প্রয়াত সাবেক এমপি কাজী আনোয়ার হোসেনের ছেলে কাজী তাপস/তকদির হোসেন জসিম। কুমিল্লা-১ ড. খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা-২ প্রয়াত এমকে আনায়ারের ছেলে মাহমুদ আনোয়ার কায়জার, কুমিল্লা-৩ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ভাই মুজিবুল হক, কুমিল্লা-৫ শওকত মাহমুদ, কুমিল্লা-৬ আমিনুর রশীদ ইয়াসিন, কুমিল্লা-৭ রেদোয়ান আহমেদ (এলডিপি), কুমিল্লা-৮ জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ আবুল কালাম আজাদ, কুমিল্লা-১০ মোবাশ্বের আলম ভূঁইয়া, ঢাকা-১১ সৈয়দ আবদুুল্লাহ মোহাম্মদ তাহের (জামায়াত), চাঁদপুর-১ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন/মোশাররফ হোসেন/ নাজমুন্নাহার বেবী, চাঁদপুর-২ ডা. জালাল/সাবেক মন্ত্রী প্রয়াত নূরুল হুদার ছেলে তানভির হুদা/আতাউর রহমান ঢালী, চাঁদপুর-৩ শেখ ফরিদউদ্দিন আহমেদ মানিক, চাঁদপুর-৪ এমএ হান্নান, চাঁদপুর-৫ ইঞ্জিনিয়ার মমিনুল হক, ফেনী-১ খালেদা জিয়া পরিবারের কেউ অথবা বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা, ফেনী-২ জয়নুল আবেদীন ভিপি, ফেনী-৩ আবদুল আউয়াল মিন্টু, নোয়াখালী-১ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নুল আবেদীন ফারুক, নোয়াখালী-৩ বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ মো. শাহজাহান, নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ, নোয়াখালী-৬ ফজলুল আজিম, লক্ষ্মীপুর-১ নাজিম উদ্দিন/শাহাদাৎ হোসেন সেলিম (এলডিপি), লক্ষ্মীপুর-২ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর-৪ আ স ম আবদুর রব/ শফিউল বারী বাবু, বান্দরবান ম্যা ম্যা চিং, রাঙ্গামাটি- মনিষ দেওয়ান, খাগড়াছড়ি- ওয়াদুদ ভূঁইয়া, কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ/হাসিনা আহমেদ, কক্সবাজার-২ আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ/জামায়াত, কক্সবাজার-৩ লুৎফর রহমান কাজল, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১ কামাল উদ্দিন চৌধুরী/এলডিপি, চট্টগ্রাম-২ গোলাম আকবর খন্দকার/কাদের গণি চৌধুরী, চট্টগ্রাম-৩ মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৪ আসলাম চৌধুরী অথবা বিএনপির অন্য কোনো নেতা, চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম-৬ গিয়াস কাদের চৌধুরী বা তার ছেলে, চট্টগ্রাম-৭ ফরহাদ কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ এম মোরশেদ খান, চট্টগ্রাম-৯ ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১১ আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ গাজী শাহজাহান জুয়েল/এনামুল হক, চট্টগ্রাম-১৩ সারওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৪ অলি আহমদ (এলডিপি), চট্টগ্রাম-১৫ শামসুল ইসলাম (জামায়াত), চট্টগ্রাম-১৬ জাফরুল ইসলাম চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়