শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০৬:০০ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রফতানি বাড়াতে পণ্য উৎপাদনে আরও উদ্ভাবনী হতে হবে

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে রফতানি বাড়ানোর ক্ষেত্রে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে আমাদের আরও উদ্ভাবনী হতে হবে। জাতীয় রফতানি ট্রফি প্রদান উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি একথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে ২০১৫-১৬ অর্থবছরে রফতানিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় রফতানি ট্রফি প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়েছে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে রফতানি খাতের গুরুত্ব অপরিসীম। দেশে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মকাণ্ডে গতি আনয়নের ক্ষেত্রে রফতানি খাত বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে।

প্রধানমন্ত্রী রফতানি বাণিজ্যে অগ্রণী ভূমিকা পালন করে দেশের সমৃদ্ধিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জাতীয় রফতানি ট্রফির জন্য মনোনীতদের অভিনন্দন জানান।

শেখ হাসিনা বলেন, দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে বিশ্ব দরবারে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে রূপকল্প ২০২১ এবং ২০৪১ ঘোষণা করা হয়েছে। তাছাড়া ২১০০ সালের জন্য ডেল্টা প্ল্যানও প্রণয়ন করা হয়েছে।

এই রূপকল্প বাস্তবায়নে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে- উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও রফতানি খাতের বিকাশে বিভিন্ন প্রকার সহায়ক নীতিমালা প্রণয়নের পাশাপাশি রফতানি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। সরকার দেশের রফতানি সম্প্রসারণে বাজার ও পণ্যের বহুমুখীকরণের ওপরও গুরুত্বারোপ করেছে।

তিনি বলেন, সরকার দেশের রফতানি খাতের ক্রমাগত উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

শেখ হাসিনা যে সব উদ্যোক্তা রফতানি বাড়ানোর মাধ্যমে তাদের যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন তার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয়ভাবে সম্মানিতকরণের উদ্যোগ গ্রহণ করায় বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোকে আন্তরিক ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়