শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০৪:৪৪ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি প্রযুক্তি বোঝে না, ইভিএমকে ভয় পেয়ে গোঁড়ামি করছে : অপু উকিল

লিয়ন মীর : যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল বলেছেন, বিএনপি প্রযুক্তি বোঝে না, তাই তারা ইলেট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভয় পেয়ে গোড়ামি করছে।

এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ইভিএম ব্যবহারে আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশন চাইলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যাবহার করবে, এতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। কেননা আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ প্রযুক্তি জগতে প্রবেশ করেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটালাইজড করেছেন। সে কারণে আওয়ামী লীগের প্রযুক্তিতে কোনো ভয় নেই। আমরা প্রযুক্তির পক্ষে।

অপু উকিল বলেন, ইভিএম ডিজিটাল বাংলাদেশের একটি অংশ। এইসাথে ইভিএম ব্যবহারের ক্ষেত্রে আইনগত ভিত্তি রয়েছে। কিন্তু বিএনপি আইন মানছে না, প্রযুক্তি মানছে না, গোড়ামি করছে। যদিও এটা বিএনপির পুরোনো অভ্যাস। এর আগে বিএনপির আমলে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েও সেই সুযোগ তারা ফিরিয়ে দিয়েছিলো। খালেদা জিয়া বলেছিলো, ‘সমুদ্র তলদেশ দিয়ে ইন্টারনেটের তার নিতে দিলে বাংলাদেশের তথ্য চুরি হবে’। কিন্তু আজ আমাদের টাকা দিয়ে সেই ইন্টারনেট কিনতে হচ্ছে। বিএনপির গোড়ামির কারণেই আজ বাংলাদেশকে এই খেসারত দিতে হচ্ছে।

তিনি আরো বলেন, ইভিএম মেশিনে ভোট চুরির কোনো সুযোগ নেই। এটা বুঝে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। কেননা বিএনপির লক্ষ্য হচ্ছে- ভোট চুরি করে যেকোনো উপায়ে ক্ষমতা দখল করা। সে কারণেই জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে ইভিএম নিয়ে মিথ্যাচার করছে। বিএনপির এই মিথ্যাচারে জনগণ সাড়া দেবে না। নির্বাচন কমিশন যেটা ভালো মনে করে, তারা সেটা করবে। ইভিএম নিয়ে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। কেননা এখানে আইনগত কোনো বাধা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়