শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০৪:৩৬ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতি

জাকির তালুকদার : অনেকেই এই শব্দগুলোকে বিশেষ একটি ঘরানার শব্দ বলে মনে করেন। তাদের কাছে শব্দগুলোকে জটিল, বিরক্তিকর, একঘেয়ে লাগে। কিন্তু আপনি হয়তো জানেনই না যে এই শব্দগুলোর তাৎপর্যের মধ্যেই জীবন যাপন করছেন আপনি। অথবা বলা যায়, এই শব্দই নির্ধারণ করছে আপনার জীবনের পথচলা।

আপনি মনে করতে পারেন যে দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, আমলারা। কিন্তু আসলে তা নয়। তাদের চালাচ্ছে যে অর্থনীতি, তার নাম হচ্ছে পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতি। তাই এই জিনিসটি না বুঝলে আপনি বুঝতে পারবেন না আমাদের ব্যক্তিগত-সামাজিক-রাষ্ট্রীয় জীবনে ঘটে যাওয়া অবিশ্বাস্য সব ঘটনার শানে নুজুল। শেয়ারবাজারের ধস, ব্যাংকের টাকা লুট, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, সরকারের গণবিরোধী পদক্ষেপ, তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো, খাল-নদী-পাহাড়-জঙ্গল খেয়ে ফেলা তথাকথিত প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারের হাত গুটিয়ে বসে থাকাÑ এই সবকিছুর পেছনে কাজ করছে মুক্তবাজার পুঁজিবাদী অর্থনীতি।

বাংলাদেশে যে অবিশ্বাস্য হারে কোটিপতি তৈরি হচ্ছে, আর বিপরীত দিকে বাড়ছে দরিদ্রের সংখ্যা, সেই ঘটনার পেছনেও আছে এই পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতি। আমাদের দেশে কোটি কোটি শিক্ষিত বেকার, অথচ ভারত-শ্রীলংকার ৫ লাখ মানুষ উচ্চ বেতনে চাকরি পায় এখানে, তার কারণ নিহিত আছে পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতির মধ্যে।

আপনি যদি লেখক-কবি হতে চান, সাংস্কৃতিক কর্মী হতে চান, সমাজ বিশ্লেষক হতে চান, নারীবাদী হতে চান, সামাজিক-সাংস্কৃতিক অ্যাকটিভিস্ট হতে চান, তাহলে আপনাকে এই পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতি বুঝতেই হবে। নইলে আপনি হাঁটুপানিতে সাঁতার কাটতে কাটতে ভাববেন যে সমুদ্রে অবগাহন করছেন। জসীমউদ্দীন ম-লের ভাষায়Ñ ‘ইহা আপনাকে বুঝিতেই হইবে’। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়