শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০৩:৪৯ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিক্টোরিয়া কলেজের ১২০ বছর পূর্তি উদযাপন

মাহফুজ নান্টু,  কুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে শনিবার কলেজের উচ্চ মাধ্যমিক শাখা থেকে র‌্যালি বের হয়। পরে কলেজ প্রতিষ্ঠাতা আনন্দ চন্দ্র রায়ের প্রতিকৃতিকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। কলেজ জামতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভুইয়া, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আবু তাহের, প্রাক্তন অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, প্রফেসর আবু তাহের,প্রফেসর আবদুর রশিদ,ড.আবদুল আবদুল মতিন,শিক্ষক পরিষদের সম্পাদক বিজয় কৃষ্ণ রায়, রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক মাছুম মিল্লাত মজুমদার প্রমুখ। সভাপতির বক্তব্য কলেজ অধ্যক্ষ বলেন, ভিক্টোরিয়া সরকারি কলেজ এই অঞ্চলের অন্ধকার দূর করেছে। ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে কলেজটির ভূমিকা ছিল অনন্য।

উপমহাদেশের বিখ্যাত সংগীতজ্ঞ শচীন দেববর্মণ, সত্যেন্দ্রনাথ বসু, অদ্বৈত মল্ল বর্মণ, ধীরেন্দ্রনাথ দত্ত, অধ্যাপক রফিকুল ইসলাম, হানিফ সংকেত, সংগীত শিল্পী আসিফ আকবরের মতো অসংখ্য খ্যাতনামা শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত ছিলো ভিক্টোরিয়ার ক্যাম্পাস।

উল্লেখ্য-কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা আনন্দ চন্দ্র রায় রানী ভিক্টোরিয়ার নামে এটি প্রতিষ্ঠা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়