শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০৩:২৮ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ সৃষ্টি হয়নি : জামায়াত

রফিক আহমেদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন- দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আদৌ সম্ভব নয়। শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকারি দলের নেতা-কর্মীরা সারা দেশে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে অবাধে প্রচারণা চালাচ্ছে এবং জনগণকে ভয়-ভীতি দেখাচ্ছে। এতে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত হলো কিভাবে? নির্বাচনের পরিবেশ ধ্বংস করার সরকারের এ ধরনের অপচেষ্টার তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেও ঢাকা-১৫ সংসদীয় আসনসহ সারা দেশে জামায়াত ও ছাত্রশিবিরসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বেছে বেছে অন্যায়ভাবে গ্রেফতার এবং নতুন নতুন মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেও ঢাকা-১৫ সংসদীয় আসনসহ সারা দেশে জামায়াতের অসংখ্য নেতা-কর্মীকে পুলিশের গ্রেফতারের মাধ্যমে সরকার জনগণের মধ্যে পরিকল্পিতভাবে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, ঢাকা-১৫ সংসদীয় আসনে জামায়াত-ছাত্রশিবির কর্মী জাহানারা বেগম, হালিমা খাতুন, তাসলিমা খন্দকার, আবদুল মুগনী, তৌফিক হোসেন প্রিন্স, ওয়াহিদুর রহমান তপন ও রফিকুল ইসলামসহ অনেক নারী এবং পুরুষকে পুলিশ গ্রেফতার করেছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোন মামলা কিংবা গ্রেফতারি পরোয়ানা ছিল না। নির্বাচন কমিশন বলছে গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। অথচ মামলা ও গ্রেফতারি পরোয়ানা ছাড়াই লোকদের গ্রেফতার করা হচ্ছে। তিনি গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

সম্পাদনা- মাহবুব আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়