শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০৩:১২ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন থেকে সরে যাওয়ার পায়তারা করছে বিএনপি ও ঐক্যফ্রন্ট

আহমেদ জাফর : নতুন নতুন অজুহাত তৈরি করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট এখন নির্বাচন থেকে সরে যাওয়ার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনবিচ্ছিন্ন হয়ে দলটি এখন বেপরোয়া হয়ে নিবার্চনকে বানচাল করার জন্য প্রশাসন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে । শরিকদের মধ্যে যারা যোগ্য প্রার্থী তাদের কে মনোনয়নের বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।

মনোনয়ন কবে দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, দু-একদিনের মধ্যে মনোনয়ন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরো বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী অল্প পরিসরে ইভিএম ব্যবহার করা হবে। ইসি সাথে একমত আওয়ামী লীগ। আওয়ামী লীগের দলে ছোট খাটো ভুল আছে জানিয়ে তিনি বলেন, তার পরেও আওয়ামী লীগের উন্নয়নের তালিকা দীর্ঘ্য।

এছাড়া মিডিয়া কমিটির বৈঠক সম্পর্কে তিনি বলেন, নির্বাচন নিয়ে পর্যবেক্ষণসহ বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয় মিডিয়া কমিটির বৈঠকে। মিডিয়ার সহযোগিতা চেয়ে মিডিয়ার যে অংশ আওয়ামী লীগের নেগেটিভ প্রচার করেন তারা যেন আন্তর্জাতিক মহলে এ কাজ করে দেশের ক্ষতি না করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়