শিরোনাম

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০২:৪৬ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে বিয়ে বাড়িতে হামলা, আহত ১০

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ : মানিগঞ্জের সদর উপজেলার দেড়গ্রাম এলাকায় বিয়ে বাড়িতে হামলা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের এ হামলায় ১০ জন আহত হয়েছেন। ভাঙ্গচুর করা হয়েছে বিয়ে বাড়ির গেট, চেয়ার টেবিল। তবে পুলিশের সহযোগিতায় বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে কনের  চাচা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

মামলার বাদি কনের চাচা সোরহাব বেপারী জানান,শুক্রবার সন্ধ্যায় তার ভাতিজি নাসরিনের বিয়ে উপলক্ষ্যে বরযাত্রীরা এসে খাবার খাচ্ছিলেন। এসময় প্রতিবেশী মোকলেস, সাদ্দাম, সাদী, শাকিল, সাদেক, রাকিব, সোহান, সোলাইমান, পাখি, রুবেল শাওন, হাকিম, হানিফ, সফিক, মহিদুলসহ আরো ১০ /১২ জন লাঠিসোটা নিয়ে বিয়ে বাড়িতে হামলা করে। তারা চেয়ার টেবিল ও গেইট ভাঙ্গচুর করে। রান্না করা সব খাবার ফেলে দেয়।

এ সময় বাধা দিতে গেলে তার ভাই কণের পিতা ফুলন বেপারী, ছেলে মোশারফকে প্রচন্ড মারধর করে । প্রতিবেশীদের হামলায় বরযাত্রীসহ ১০ জন আত্মীয়স্বজন আহত হয়। হামলার সময় কণের গলায় ৩ ভরি ওজনের স্বর্নে গয়না , ভাইয়ে কাছে থাকার ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহত ফুলন বেপারী ও মোশারফকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, বিয়ে বাড়িতে হামলার ঘটনা যারা করেছে তারা কাজটা ঠিক করেনি। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল্লাহ জানান, আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়