শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ০১:৫৬ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমব্রিসের ভুল আউট ও সাকিবের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক : চট্রগ্রাম টেস্টে সফরকারীদের ৬৪ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন সুনীল আমব্রিস। তবে তার আউট নিয়ে একটু বিতর্ক হয়েছিল। কেননা মুশফিক যে ক্যাচটা নিয়েছিল সেটা আমব্রিসের ব্যাট না ছুঁয়েই গিয়েছিল। কিন্তু মুশফিক ও তাইজুলের আবেদনে সাড়া দিয়ে বসেন আম্পায়ার।

তবে খেলোয়াড়ি আচরণের জন্য তাকে ফেরাবে এমন আশা অনেকেই করেছিলেন। কিন্তু আম্পায়ারের ভুলে আউট হওয়া অ্যামব্রিসকে ফের ব্যাটিংয়ের জন্য ডেকে পাঠাতেন না অধিনায়ক সাকিব আল হাসান। খেলোয়াড় সুলভ আচরণ এখানে সাজে না বলেই জানিয়েছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অ্যামব্রিসের আউট নিয়ে এমন মন্তব্য করেছেন সাকিব। ২০৪ রানের লক্ষ্য স্পিন স্বর্গে ব্যাট করতে নেমে লাঞ্চ ব্রেকের আগের ২৩ মিনিটেই ১১ রানে চার উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ দল। সাকিব ও তাইজুল জোড়া উইকেট নিয়ে চোখ রাঙ্গানি দিচ্ছিলেন রীতিমত। মধ্যাহ্ন বিরতির পর শিমরন হেটমেয়ার দ্রুত ২৭ রান তুলে নিলেও বেশীক্ষণ স্থায়ী হয়নি তার ইনিংস।
তাইজুল ও মিরাজের স্পিন উইন্ডিজ মিডেল অর্ডার ব্যাটসম্যানরা সামলে উঠতে পারছিলেন না, কিন্তু ব্যক্তিক্রম ছিলেন সুনীল অ্যামব্রিস। এক প্রান্ত আগলে রেখে রান বের করে নিচ্ছিলেন তিনি।

তবে সঙ্গীর অভাবে জুটি গড়তে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত ওয়ারিকেনের সাথে নবম উইকেটে ৬৩ রানের জুটি গড়ে উইন্ডিজ দলকে আশা দেখাচ্ছিলেন অ্যামব্রিস। মিরাজের বোলিংয়ে ওয়ারিকেন যখন আউট তখন উইন্ডিজ দল লক্ষ্য থেকে ৬৫ রান দূরে। সর্বশেষ উইকেটে গ্যাব্রিয়েলকে নিয়ে অসাধ্য সাধনের পথে হাঁটছিলেন অ্যামব্রিস।

কিন্তু দলীয় ১৩৯ রানে তাইজুলের বলে কট বিহাইন্ড হন অ্যামব্রিস। ফরওয়ার্ড ডিফেন্স খেলতে গিয়ে স্পিনে পরাস্ত হন তিনি। শেষ উইকেট পতনের উল্লাস যখন বাংলাদেশ ক্যাম্পে, তখন উইকেটে রিভিউর আবেদন করতে দেখা যায় ‘অসহায়’ অ্যামব্রিসকে। কারণ বলটি কিপার মুশফিকের গ্লাভসে যাওয়ার আগে ব্যাট কিংবা গ্লাভস ছুঁয়ে যায়নি। কিন্তু রিভিউ না থাকায় অগত্যা সাজঘরের পথ ধরতে হয় এই তরুন উইন্ডিজ ব্যাটসম্যানকে।

এই প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘আমি ওকে (আমব্রিসকে) ডাকতাম না। কারণ, উইকেটরক্ষক খুব আত্মবিশ্বাসী ছিল। ওরা রিভিউ নেওয়ার পরও ও বলছিল, এটা আউট। স্বাভাবিকভাবেই আমি তাকে বিশ্বাস করব, ওদের ব্যাটসম্যানকে বিশ্বাস না করে।’

চট্টগ্রাম টেস্টে অ্যামব্রিসের আউট ও সাকিবের মন্তব্য খেলোয়াড় সুলভ আচরণ নিয়ে নতুন করে তর্কের জন্ম দিতে পারে। ক্রিকেটের নিয়ম বলে অ্যামব্রিস আউট, কিন্তু এই পেশাদার ক্রিকেটের যুগে বাংলাদেশের বাস্তবতায় একজন ব্যাটসম্যানকে ম্যাচের এমন অবস্থায় ফের ব্যাটিংয়ে ডেকে পাঠানো কল্পনা করা যায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়