শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশাল বিএম কলেজে ফরম পুরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ফরম পুরনে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। শনিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনের মুখপাত্র সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোজাম্মেল সাগর জানান, চতুর্থ বর্ষের ফরম পুরনে প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি’র থেকে অতিরিক্ত টাকা আদায় করছে কলেজ কর্তৃপক্ষ।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন চার্জ ২ হাজার টাকা নির্ধারিত হলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৯০৫ টাকা বেশি রাখা হচ্ছে। ছাত্র সংসদের নামে ২শ টাকা নির্ধারন থাকলেও তা বাড়িয়ে ৪শ ৫০ টাকা করা হয়েছে। অথচ ছাত্র সংসদের কোন সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। এছাড়াও বিভিন্ন খাত দেখিয়ে মোট সাড়ে ৬ হাজার টাকা আদায় করে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ।

আমাদের দাবী ফরম পুরনে প্রতি বিভাগ থেকে ২ হাজার টাকা কমিয়ে রাখতে রাখতে হবে। আর তাই সকালে আমরা ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছি। পরে অধ্যক্ষ বরাবর দাবী সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছি। একই দাবীতে রোববার পুনরায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন ওই ছাত্র প্রতিনিধি।

এ প্রসঙ্গে বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার বলেন, আমরা কোন বর্ষের সেশন চার্জ বৃদ্ধি করিনি। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়