শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০১৮, ০৮:৫৯ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্রুততম ৩ হাজার রান ও ২০০ উইকেটের রেকর্ড সাকিবের

আক্তারুজ্জামান : আঙুলের চোট বেশ ভুগিয়েছে তাকে। এক নাম্বার অলরাউন্ডার হয়েও ঘরের মাঠে খেলতে না পারায় মানসিকভাবে আহত হয়েছিলেন সাকিব আল হাসান। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আগে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলকের সামনে। দলের সহজ জয়ের দিনে গতকাল কাইরন পাওয়ালকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ২০০ উইকেট পূর্ণের আনন্দেই শুধু হয়নি, দ্রুততম ৩০০০ রান ২০০ উইকেট শিকারের রেকর্ডও গড়েন সাকিব।

টেস্টে ২০০ উইকেট আর সাড়ে তিন হাজার রানের ‘ডাবল’ কীর্তির ছোট্ট তালিকায় নাম লিখিয়েছেন। যে তালিকায় আছেন কপিল দেব, জ্যাক ক্যালিস, ইমরান খান, ইয়ান বোথামরা। অবশ্যই আছেন গ্যারি সোর্বাস, অনেকের চোখেই যিনি সর্বকালের সেরা ক্রিকেটার। এ শতকের সেরা অলরাউন্ডারদের একজন অ্যান্ড্র ফ্লিটনফ। শন পোলক ও ড্যানিয়েল ভেট্টোরি নাম দুটি এদের পাশে হয়তো কিছুটা বেমানান, তবে এই অর্জনে আছেন তারাও।

এখানে সাকিবের কীর্তি আরও চমৎকার। তিনি ২০০ উইকেট আর তিন হাজার রান করেছেন অন্যদের চেয়ে কম ম্যাচ খেলে। আরও চমকপ্রদ একটা তথ্য দেওয়া যেতে পারে। সাকিব আজ ২০০ উইকেট নিতে টপকেছেন ইয়ান বোথামকে। এখন টেস্ট ক্যারিয়ারে সাকিবের রান সংখ্যা ৩ হাজার ৬৯২। পাশাপাশি ২০১টি উইকেটও আছে নামের পাশে।

বিশ্রামে থাকাকালীন কথা উঠেছিল রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছেন সাকিব। কিন্তু সেটা আর হয়নি শেষ পর্যন্ত। যেহেতু এখনই রাজনীতিতে জড়াবেন না বলে জানিয়েছেন, আরও চার বছর আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করার সামর্থ্য সাকিবের আছে। ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় দেখবেন, তা এখনই বলা কঠিন। যে কীর্তিটা টেস্টে কারও নেই সেই কীতিও খুব একটা অবাস্তব নয় সাকিবের জন্য। টেস্টে সাড়ে ৫ হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেটের কীর্তিও কিন্তু কারও নেই!

  • সর্বশেষ
  • জনপ্রিয়