Skip to main content

তাইওয়ানের স্থানীয় নির্বাচনে তীক্ষ্ণ দৃষ্টি চীনের

আনন্দ মোস্তফা: তাইওয়ানের স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে শনিবার। এ নির্বাচনটিকে তাইওয়ানের স্বাধীনতাকামী ক্ষমতাসীন দলের জন্য একটি বড় পরীক্ষা বলে মনে করা হচ্ছে। এক বছরের ব্যবধানে অঞ্চলটিতে প্রেসিডেন্ট নির্বাচন ও একই সাথে সমকামী বিবাহের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। রয়টার্স এদিকে তাইওয়ানের নির্বাচনের দিকে চীন তীক্ষ্ণ নজর রেখেছে। চীন স্বায়ত্তশাসিত ও গণতান্ত্রিক তাইওয়ানকে বরাবরই নিজেদের ভূখন্ডের বলে দাবি করে আসছে। ২০১৬ সালে তাইওয়ানের স্বাধীনতাকামী তাই ইং-ওয়েন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই চীন অঞ্চলটির ক্রমশই চাপ বাড়াচ্ছে। নির্বাচনী ফলাফলে প্রভাব বিস্তারের জন্য চীন ‘রাজনৈতিক গুজব’ ও ‘ভুয়া খবর’ ছড়াচ্ছে বলে ইং-ওয়েন সরকার অভিযোগ করে আসছে। যদিও চীন বিষয়টি অস্বীকার করেছে। ইং-ওয়েন এক নির্বাচনী সমাবেশে বলেন, ‘এ লড়াই গণতন্ত্রের জন্য। আমরা ভোটের মাধ্যমে দেখতে চাই মিথ্যে গুজব ছড়িয়ে এবং বৈদেশিক শক্তি প্রয়োগ করে তাইওয়ানের গণতন্ত্র ও তাইয়ানিজদের সম্মান নষ্ট করা সম্ভব নয়।’

অন্যান্য সংবাদ