শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০১৮, ০৪:৪৭ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসল রাজনীতি শুরু হবে দলগুলোর আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণার পর : আফসান চৌধুরী

তানজিনা তানিন : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনি পরিবেশ গড়ে উঠেছে। যা ২০১৪ সালে দৃশ্যমান ছিলো না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক আফসান চৌধুরী। বিগত নির্বাচনগুলোর তুলনায় এবারে দুই দলের নির্বাচনি কর্মকা-ে পার্থক্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ২০০৮ ও ২০০১ সালের তুলনায় এবারের নির্বাচনি কর্মকা- শুরুতে কিছুটা সাংঘর্ষিক হলেও এখন পরিস্থতি অনেকটা শিথিল। তবে আসল রাজনীতি বোঝা যাবে দুই দলের মনোনয়ন ঘোষণার পর।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির দুটি পরিসর রয়েছে। এক. জোটের মধ্যে রাজনীতি। মনোনয়ন ঘোষণার পর মনোনিত প্রার্থীদের মধ্যে একধরনের রাজনীতি শুরু হবে। দুই. বিরোধীদলের প্রার্থীদের সাথে টিকে থাকার রাজনীতি। প্রতিপক্ষের সাথে লড়াইয়ে দক্ষতা প্রদর্শনের রাজনীতি। তাই রাজনীতির মোক্ষম সময়টা মনোনয়ন ঘোষণার পর পরিলক্ষিত হবে বলে মনে করেন আফসান চৌধুরী।

তিনি বলেন, বিরোধীদলের নেতাকর্মীদের ধর-পাকড় পুরোপুরি বন্ধ না হলেও কিছুটা কমেছে। পারিপার্শ্বিক সংঘর্ষ কমলেও দুই দলের ভাষায় সংযম আসেনি। একে অন্যের প্রতি ভাষার ব্যবহারে বোঝা যায় মনের ভেতরের সংঘর্ষ কমেনি কোনো দলের নেতাকর্মীদেরই। দেশের রাজনৈতিক ব্যক্তিদের কাদা ছোঁড়াছুড়ি প্রবণতা নতুন নয়।

আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। ১০ বছর ক্ষমতায় থাকা একটি দলে যুক্ত হওয়ার আকাক্সক্ষা থাকাটা স্বাভাবিক। তবে বিএনপির এতো মনোনয়ন প্রত্যাশী আশ্চর্যজনক। এতে বোঝা যাচ্ছে দলের তুলনায় সমর্থকরা বেশি সবল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়