শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০১৮, ০২:০৬ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ব্ল্যাক ফ্রাইডে সেলসে’ ব্যাপক ছাড় !

রাশিদ রিয়াজ : 'আজ ব্ল্যাক ফ্রাইডে' - এমন কোনও লিংক আপনি পেয়েছেন? যদি পেয়ে থাকেন, জানবেন ওটা ভুয়ো। এবং ওই লিংকে ক্লিক করলে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়ার আশঙ্কা থাকবে। তাহলে ব্ল্যাক ফ্রাইডে সেল কী?
যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে এই দিনটি হল বছরের সেরা শপিং কার্নিভালের সময়। মার্কিন নিয়মে এইদিনটি আসলে 'থ্যাংক্স গিভিং ডে'র পরের দিন। তাই এই দিনটিতে ব্যাপক ছাড়ে কেনাকাটায় ব্যাস্ত থাকেন মার্কিন নাগরিকরা। ব্রিটিশরাও বাদ যান না। অনেকটা আমাদের ঈদ ও  দুর্গাপুজো বা দীপাবলির কেনাকাটার মতো।

গ্লোবাল ভিলেজে ইন্টারনেটের মাধ্যমে ব্যাপক ছাড়ের লোভে অন্যান্য দেশের নাগরিকরাও এই সেলে অংশগ্রহণ করেন। আর এই বিষয়ের সুযোগ নিয়েই ভুয়ো লিংক বাজারে ছড়ানো হয়েছে।

কীভাবে হ্যাক?
আন্তর্জাতিক ব্র্যান্ডের উপর প্রায় ৯০% ছাড়ের লোভ দেখিয়ে হোয়াটস অ্যাপ-এ লিংক পাঠানো হচ্ছে ইউজারের কাছে। ইউজার লিংকে ক্লিক করলে, একটি ভুয়ো অ্যামাজন পেজে নিয়ে যাওয়া হচ্ছে ইউজারকে। সেখানে ব্যক্তিগত তথ্য জমা করতে বলা হচ্ছে। এবং সব শেষে ক্রেডিট কার্ডের তথ্য জমা করতে বলা হয়।

সত্য-তথ্য
ব্ল্যাক ফ্রাইডে সেলে অংশ নেওয়া কোনও বিদেশি সংস্থাই এমন কোনও লিংক হোয়াটস অ্যাপ-এর মাধ্যমে পাঠায়নি। এই ধরনের ভুয়ো লিংক জালিয়াতির উদ্দেশেই পাঠানো হয়। প্রসঙ্গত, এর আগে দীপাবলির সময়ও 'অ্যামাজন বিগ বিলিয়ন' সেলের নামে এমন ব্যাক্তিগত তথ্য হ্যাকিংয়ের উদ্দেশ্যে ভুয়ো লিংক পাঠানো হয়েছিল।

সত্য-তথ্য

তাই ইউজারদের কাছে অনুরোধ, এমন ভুয়ো লিংকে ক্লিক করবেন না। বিদেশি সংস্থাগুলির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কেনাকাটা করুন। তবে হোয়াটসঅ্যাপ থেকে লিংকে ক্লিক করে নয়। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়