শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০১৮, ০৮:০৩ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতকানিয়ায় মুখোমুখি জামায়াতের দুই শীর্ষ নেতা

বিডি-প্রতিদিন : চট্টগ্রাম জামায়াতে ইসলামীর ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া ও লোহাগাড়া) আসন নিয়ে সংকট চলছে জামায়াতে। এ আসন থেকে কে নির্বাচন করবেন এ নিয়ে দুই প্রভাবশালী নেতার মধ্যে দ্বন্দ্ব এখন তুঙ্গে। যদিও নির্বাচন কমিশনের নিবন্ধন হারানোয় দলটির হাইকমান্ড থেকে ওই আসন থেকে নির্বাচনের জন্য আ ন ম শামসুল ইসলামকে সবুজসংকেত দিয়েছে। এরপরই দুই নেতার অনুসারীরাই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ দ্বন্দ্বের জেরে ফাটল ধরেছে চট্টগ্রাম জামায়াতের ঐক্যে।

নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক শীর্ষ নেতা বলেন, চট্টগ্রামে তিনটি আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। তার মধ্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আ ন ম শামসুল ইসলাম, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনে (বাঁশখালী) জহিরুল ইসলাম জামায়াতের প্রার্থী হবেন। এটাই দলীয় সিদ্ধান্ত। এর বাইরে গিয়ে কেউ প্রার্থী হওয়ার সুযোগ নেই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ জামায়াত ও শিবিরের একাধিক নেতার দাবি— চট্টগ্রামের রাজনীতিতে শাহজাহান চৌধুরী ও শামসুল ইসলামের প্রভাব রয়েছে। তাই দুই নেতার বিরোধের প্রভাব পড়েছে জামায়াতের রাজনীতিতে। জামায়াতের পদধারী কিছু নেতা আকুণ্ঠ সমর্থন রয়েছে শামসুল ইসলামের ওপর। অপর দিকে পদবিহীন নগর ও দক্ষিণের নেতা-কর্মী এবং শিবির ক্যাডারদের বড় অংশ আছে শাহজাহানের পক্ষে। এ দুই শীর্ষ নেতার দ্বন্দ্বের জেরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে চট্টগ্রামের জামায়াত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়