শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০১৮, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতির অভিযোগে ইমেলদা মার্কোসকে গ্রেপ্তারের নির্দেশ

রাইজিংবিডি : দুর্নীতির অভিযোগে ফিলিপাইনের একটি আদালত সে দেশের প্রাক্তন ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।

বিবিসি জানিয়েছে, শুক্রবার দুর্নীতির সাতটি অভিযোগে ৮৯ বছরের ইমেলদাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এসব অভিযোগের প্রত্যেকটিতে তাকে আলাদা আলাদাভাবে ৬ থেকে ১১ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ইমেলদা মার্কোস ফিলিপাইনের প্রয়াত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের স্ত্রী। স্বামীর শাসনামলে অগাধ ধনসম্পদের মালিক হয়ে তা দিয়ে এক হাজার জোড়া জুতা, গহনা ও অন্যান্য বিলাসবহুল সামগ্রী কিনে বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিলেন তিনি।

তার বিরুদ্ধে দুর্নীতির যে সব অভিযোগ আনা হয়েছে সেগুলো ’৭০ ও ’৮০ –এর দশকে ফার্দিনান্দ প্রেসিডেন্ট থাকাকালে। সে সময় সুইসভিত্তিক এনজিও’র সঙ্গে অবৈধ আর্থিক চুক্তির অভিযোগে ইমেলদার বিরুদ্ধে ওইসব মামলা হয়।

রায় ঘোষণাকালে ইমেলদা আদালতে ছিলেন না। এজন্য আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দুর্নীতিবিরোধী আদালতে ২৭ বছর ধরে এসব মামলা চলছে।

তবে আদালত আদেশ দিলেও এখনই গ্রেপ্তার হচ্ছেন না ইমেলদা। তিনি বর্তমানে ফিলিপাইনের পালামেন্টে প্রতিনিধি পরিষদের সদস্য। এছাড়া আগামী বছর গভর্নরের আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিবন্ধনও করেছেন ইমেলদা।

স্থানীয় সংবাদমাধ্যমে সরকারি কৌসুলি রাইয়ান কিলালা বলেছেন, দুর্নীতিবিরোধী আদালতের গ্রেপ্তার আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন ইমেলদা। তিনি জামিনের জন্যও আবেদন করতে পারবেন।

১৯৮৬ সালে সেনা সমর্থিত এক গণঅভ্যুত্থানে ফার্দিনান্দ ক্ষমতাচ্যুত হলে এ দম্পতির দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ পাওয়া যায়। বিদেশে নির্বাসনে থাকা অবস্থায় ১৯৮৯ সালে ফার্দিনান্দের মৃত্যু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়