শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০১৮, ০৬:৫৯ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ বছর বেশি বাঁচে ধনীরা

আমাদের সময় : ধনী এবং দরিদ্রের মধ্যকার পার্থক্য আজকের নয়। তাই নানা বিষয়ের পার্থক্যের পাশাপাশি এ দুই শ্রেণির মধ্যে আয়ুষ্কালেও পার্থক্য রয়েছে। সম্প্রতি একটি গবেষণার মাধ্যমে প্রমাণও মিলেছে তার। গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের ধনীরা দরিদ্রদের তুলনায় ১০ বছর বেশি বাঁচে।

গত বৃহস্পতিবার প্রকাশিত ল্যানসেট পাবলিক হেলথের জার্নালে এ গবেষণার ওপর একটি প্রবন্ধ প্রকাশিত হয়।
গবেষণা অনুযায়ী, ধনী এবং দরিদ্রদের সম্ভাব্য আয়ুর মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা দিয়েছে। যুক্তরাজ্যে ধনী এবং সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে সম্ভাব্য আয়ুষ্কালে পার্থক্য বেড়েছে। সবচেয়ে ধনী মেয়ে শিশু ও নারীরা সবচেয়ে সুবিধাবঞ্চিত মেয়ে শিশু ও নারীদের তুলনায় বেশি দিন বাঁচে। এই হার ২০০১ সালে ছিল ৬.১ বছর, যা বেড়ে ২০১৬ সালে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯ বছর। আর বর্তমানে সবচেয়ে ধনী এবং সুবিধাবঞ্চিত ছেলে শিশু এবং পুরুষদের মধ্যে সম্ভাব্য আয়ুষ্কালের পার্থক্য বেড়েছে ৯ বছর থেকে ৯ দশমিক ৭ বছর।
লন্ডনের বিশ্বব্যাপী পরিবেশগত স্বাস্থ্য বিষয়ক অধ্যাপক মাজিদ ইজাতি বলেন, সব বয়সে এবং সব ধরনের রোগে ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য রয়েছে। যা এটাই বোঝায় যে, বিশ্বব্যাপী দরিদ্র জনগোষ্ঠীরাই দুর্দশা ভোগ করে বেশি। এ ছাড়া স্বাস্থ্য সেবা থেকেও বঞ্চিত তারা। এক্ষেত্রে স্বাস্থ্য সেবার সঙ্গে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার সমন্বয় রয়েছে বলেও উল্লেখ করেন ইজাতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়