শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০১৮, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কী হয় রাতের গুলশান–বনানীতে?

প্রথম আলো : বহু বছর ধরেই রাজধানী ঢাকার গুলশান–বনানী দেখছেন নুহাশ হুমায়ূন। অনেক পরিবর্তন কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সন্তান নির্মাতা নুহাশের চোখে ধরা পড়েছে। তাঁর মতে, গত এক বছরে গুলশান–বনানীর অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন তাঁর চোখে ধরা পড়েছে ভালোভাবে। যাঁরা এই পরিবর্তনের খবর জানেন না, তাঁদের তা দেখাতে চান নুহাশ। কী হয় রাতের গুলশান–বানানীতে, তা দেখানোর জন্য বানিয়েছেন ৪০ মিনিট ব্যাপ্তির একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘পিৎজা ভাই’ নামের সেই চলচ্চিত্রের সম্পাদনা চলছে। পরিচালনার পাশাপাশি এই চলচ্চিত্রের রচয়িতাও তিনি।

‘পিৎজা ভাই’ চলচ্চিত্রটি ২৪ নভেম্বর অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপ অরিজিনালসে দেখা যাবে। আজ বিকেলে ছবিটি নিয়ে যখন নুহাশের সঙ্গে কথা হচ্ছিল, তখন তিনি সম্পাদনায় ব্যস্ত ছিলেন। এর মধ্যেও সময় নিয়ে কথা বললেন, ‘পিৎজা ভাই’ নির্মাণ নিয়ে তাঁর ভাবনার কথা। ‘আজকাল মোবাইলের অ্যাপের মাধ্যমে অনেকে পিৎজা অর্ডার করে থাকেন। অ্যাপে অর্ডার করা পিৎজা বাসায় পৌঁছে দেন যাঁরা, তাঁদের পথের গল্প অনেকেই জানেন না। তাঁদের কেউ মাদক ব্যবসায়ও জড়িয়ে যান। পিৎজার সঙ্গে হাত ধরে গুলশান–বনানীতে ছড়িয়ে পড়ে মাদক। চারপাশটা কীভাবে যেন বদলে যায়। এটা আমাকে ভাবিয়েছে। তাই তুলে ধরার চেষ্টা করেছি।’ বললেন নুহাশ হুমায়ূন।

নুহাশ হুমায়ূন বলেন, ‘আমার দৃষ্টিতে গুলশান–বনানীর পরিবেশ এখন অনেক বদলে গেছে। বিশেষ করে ২০১৭ সালের পর এসব এলাকায় অনেক বেশি চেকপোস্ট। অনেক নিয়মনীতি। এখানকার মানুষের মধ্যে ভয় ভয় ব্যাপারও কাজ করে। একজন পিৎজা বয়কে খালি চেকপোস্টে আটকানো হচ্ছে। কেন তাঁকে এভাবে আটকানো হচ্ছে? পার্থ নামের একটি চরিত্রের মধ্য দিয়ে সেই ইন্টারেস্টিং চিত্র তুলে ধরতে চেয়েছি।’

আলফা আই মিডিয়া ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে পিৎজা ভাই চরিত্রে অভিনয় করেছেন রাহাত রহমান। অন্য অভিনয়শিল্পীরা হলেন মিশৌরী রশীদ খান, জুনেয়না ফ্রান্সিস কবীর, বায়েজীদ হক জোয়ার্দার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়