শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০১৮, ০৫:০১ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় বিএনপি নেতা ১ দিনের রিমাণ্ডে

মো. বশির উদ্দিন, ডেমরা: রাজধানীর ডেমরায় মো. আউয়াল হোসেন (৬৪) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকালে এ রিমাণ্ডের আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে ডেমরার ডগাইর ফার্মের মোড় এলাকা থেকে গ্রেফতার শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃত আউয়াল হোসেন ডেমরা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা। তিনি ডেমরার মীরপাড়ার ঈদগাহ মাঠ সংলগ্ন মৃত হাজী হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, গ্রেফতারকৃত বিএনপি নেতা গত ১১ সেপ্টেম্বর বিকালে ডেমরার ফার্মের মোড় এলাকায় রাস্তায় লাঠিসোটাসহ বিএনপির উশৃঙ্খল ১ থেকে দেড়শ নেতাকর্মীদের সঙ্গে থেকে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পাশাপশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মিছিলের মাধ্যমে সরকার বিরোধী স্লোগান দিয়ে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি, জননিরাপত্তা বিপন্ন ও জনশৃঙ্খলা রক্ষনাবেক্ষণের কাজ ক্ষতিগ্রস্ত করে নাশকতা সৃষ্টিসহ অন্তর্ঘাতমূলক অপরাধ সৃষ্টির চেষ্টা করেছে। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থলে আসলে সংঘবদ্ধ বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে সরকার বিরোধী স্লোগান দিয়ে একটি রিকশা ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ওই রাতেই ডেমরা থানায় মামলা রুজু হয়। আউয়াল ওই মামলার একজন সক্রিয় আসামী বলে জানান ডেমরা থানার এসআই নাসির উদ্দিন হাওলাদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়