Skip to main content

ভালো মানুষ কখনো গড্ডালিকায় গা ভাসায় না, এ জন্যই গণরা ভালো মানুষদের পছন্দ করে না

কামরুল হাসান মামুন : যখন কোন কিছু ‘গণ’ হয় সেটাকে কি আমরা ভালো হিসেবে মানি? এই যে গণপিটুনি সেটা কি ভালো? ওই যে গণরুম সেটা কি ভালো? ওই যে আমরা বলি, গণমানুষ সেইটা কি ভালো কিছু? আমরা বলি, গণহারে পাস সেইটা কি ভালো? গণ মানেই হলো গড্ডালিকা। গণ মানেই হলো ¯্রােতে মিশে যাওয়া। গণ মানে হলো গড্ডালিকায় চলা। গণ মানে হলো সহজাত প্রবৃত্তি দিয়ে চলা বা ঝোঁকে চলা। গণরা তলিয়ে ভাবতে অনিচ্ছুক। তাই গণভোট, গণতন্ত্র এইগুলো খুব ভালো কিছু নয়। গণ অর্থ ভালো না বলেই আমরা গণজন না বলে একটু ঘুরিয়ে বলি জনগণ। এখানেই ভাওতাবাজির খেইল। তেমনি অত্যন্ত সুচিন্তিতভাবেই আমরা গণপ্রিয় বলিনা, আমরা বলি জনপ্রিয়। সংখাগরিষ্টরা গণের একটি অংশ এবং এইজন্য সংখ্যাগরিষ্ঠের মতামত কখনো সুচিন্ত মতামত নয়। আর সংখাগরিষ্টের মতামত আমার পছন্দ হয় না। গণরা অর্থাৎ সংখাগরিষ্টরা যেহেতু গড্ডালিকায় চলে সেহেতু এদের সধহরঢ়ঁষধঃব করা সহজ। এটার প্লাস এবং মাইনাস দুটো দিকই আছে। এরা যদি ভালো মানুষ দ্বারা প্রভাবিত হয় তাহলে ঠিক আছে। কিন্তু কিছু ধূর্ত মানুষ আছে এরা জানে গণকে সধহরঢ়ঁষধঃব করা সহজ। বিপত্তিটা এখানেই। এমনকি শিক্ষিত মহলের গণরাও খুব একটা ভালো বলে প্রতীয়মান হয় না। বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোর দিকে তাকালে এটা একদম স্পষ্ট হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য নির্বাচনে দেখা গেছে যখন যেই সরকার ক্ষমতায় তখন সেই সরকারের মদদপুষ্টরাই জিতে যায়। দেখা গেছে গণশিক্ষকরা যখন ভোট দেয় তখন প্রার্থীর যোগ্যতা দেখে না। দেখে তার পাস করার সম্ভবনা কতো? দেখে তার কাছে কতবার ভোট ভিক্ষা চেয়েছে। দেখে পাস করলে তার নানা সুবিধা পাইয়ে দেয়ার ব্যাপারে কতটা খেয়াল রাখবে। গণরা প্রার্থীর যোগ্যতা দেখে না বলেই এমন মানুষরা জিতে আসে যারা জিতে যাওয়ার পর প্রথমেই ধন্যবাদ দেয় তার দলের নেতাকে। গণরা প্রার্থীর যোগ্যতা দেখে না বলেই এমন মানুষরা জিতে আসে যারা জিতে যাওয়ার পর প্রতিষ্ঠান তথা দেশের কথার চেয়ে শুধু নিজের লাভ আর দলের লাভ দেখে। ভালো মানুষ কখনো ¯্রােতে চলে না। ভালো মানুষ কখনো সহজাত প্রবৃত্তি দিয়ে চলে না। ভালো মানুষ কখনো গড্ডালিকায় গা ভাসায় না। আর এইজন্যই গণরা ভালো মানুষদের পছন্দ করে না। গণরা ভাবে একে ভোট দিয়ে কি লাভ। এ ক্ষেত্রে লাভ মানে হলো এর নিজের লাভ। অর্থাৎ গণরা দেখে ভোটে পাস করলে চাকরি পেতে সাহায্য করবে তো? প্রমোশন পাইয়ে দিতে সাহায্য করবে তো? টেন্ডার পাইয়ে দিতে সাহায্য করবে তো? এরা নিজের সরাসরি লাভের বাইরে খুব কমই ভাবতে পারে। ফেসবুক থেকে

অন্যান্য সংবাদ