শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০১৮, ০১:৩৪ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুর জাতীয় নির্বাচন নিয়ে সংর্ঘষে আহত ১০

আরিফুর রহমান, মাদারীপুর : দ্ইু মেম্বার প্রার্থীর সমর্থক দুই আপন ফুফাতো-মামাতো ভাইয়ে মধ্যে জাতীয় নির্বাচনে কোন দল জয়ী হবে এই নিয়ে তর্কাতর্কির এক পর্যায় হাতাহাতি হয় এবং বসতবাড়ীতে হামালা চালালে দুইপক্ষের ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম গ্রামের মঠখোলা এলাকার ২নং ওয়ার্ডে পরাজিত মেম্বার ও বিজয়ী মেম্বার সমর্থকদের মধ্যে ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঠখোলা এলাকায় বাশঁতলা বাজারে সকালে জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছিল পারজিত মেম্বার ও বিজয়ী মেম্বারে সমর্থক দুই আপন ফুফাতো ও মামাতো ভাই মজিবর ও সোহেল। কথা বলার একপর্যায় তাদের মধ্যে জাতীয় নির্বাচনে কে বিজয়ী হবে কথা নিয়ে হাতাহাতি হয় এরপর দুই মেম্বারের সমর্থকদের কয়েকজন আহত হয়।

এতে জুয়েল মেম্বারের ভাই সোহেল আহত হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে লাঠিশোঠা নিয়ে পরাজিত মেম্বার সমর্থক মজিবর বাড়ীতে হামলা চালিয়ে কয়েকটি বসত ঘরে কুপিয়ে ভাংচুর করে। এসময় যারা ফেরাতে এসেছিল এবং ঘটনা সামনে পড়েছিল তাদের মধ্যে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এই নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেছে।

এস আই জুবায়ের জানান, আমার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেছি। তবে ঘটাটি ঐএলাকার আপন দুই মামাতা-ফুফাতো ভাইয়ের মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়