শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০১৮, ০১:২৫ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোষকামনায় ফুল তেল ও সিঁদুর সমুদ্র জলে অর্পন

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া(পটুয়াখালী) : হাজারো সনাতন ধর্মালবলম্বী নর-নারী র্নিঘুম রাত কাটানোর পর সূর্য ওঠার সাথে সাথে বঙ্গোসাগরের নীল জলে গঙ্গাস্নান শেষ করেছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুর্নিমা তির্থীতে স্নানের আগ মূহুর্তে কুয়াকাটার পুরো সৈকত জুড়ে উলুর ধ্বনি, গীতা আর মন্ত্র পাঠ করা হয়। মাথার চুল ন্যাড়া করা সহ প্রাশ্চিত্ত ও পিন্ডদান করেন অনেক মানতকারিরা।

পূন্যের আশায় সনাতন ধর্মালবলম্বী বিভিন্ন বয়সের নারী সৈকতে মোমবাতি ও আগরবাতি জ¦ালিয়ে হাতে ফুল, তুলশী, দূর্বা, বেল পাতা, ধান, হরিতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পন করেন। সমুদ্র স্নান শেষে পুণ্যার্থীরা নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। এ উৎসবকে ঘিরে সৈকতের বালিয়ারীতে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীরা রং বেরঙ্গের খেলনা ও প্রসাধনী সামগ্রী নিয়ে বসে ছিল। আগত দর্শনার্থী ও পুণ্যার্থীদের যাতে কোন ধরনের হয়রানী কিংবা মেলায় নাশকতা রোধে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। পুরো সৈকত ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। তবে কোন ধরনের অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্নান শেষে ভিজে পুরা সৈকতে দাঁড়িয়ে গামছা দিয়ে শরীর মুছছিলেন পঞ্চান্ন বছরের উর্ধ্ব মনিলাল মিত্র। তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল কুয়াকাটায় গঙ্গা ¯œান করার। এখানে এসে র্নিঘুম রাত কাটিয়ে ভরা পূর্নিমায় সাগরের জলে পুণ্যস্নান শেষ করেছে। কথা হয় পুন্যার্থী নমিতা রানী সাথে। তিনি বলেন, আমার ছোট ছেলের মানত ছিলো মাথার চুল ন্যাড়া কর। তাই এখানে এসছে ওর মাথার চুল ন্যাড়া করেছি। আর ¯œানের মাধ্যমে মানতের পূর্নতা সম্পন্ন হয়েছে। এ সময় বিন্দু বালা বলেন, ঠিক ঠিক সময় মত পূর্নিমা তির্থীতে আমরা ¯œান শেষ করতে পেরেছি। ফুল, তুলশী, দূর্বা, তল ও সিঁদুর সাগরের জলে অর্পনও করেছি। তবে রাতে সৈকতে কোন আলোর ব্যবস্থা না থাকায় কেথাও বের হতে পারিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এ বছরও গঙ্গাস্নান উপলক্ষে সৈকতে অস্থায়ি মেলা বসেছে। দর্শনার্থীদের আনন্দ দিতে দেশের বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে উম্মুক্ত কর্নসাটের আয়োজন করা হয়। র্নিঘুম রাত কাটানোর পর সূর্য ওঠার সাথে সাথে পূন্ন্যার্থীরা গঙ্গাস্নান শেষ করেছেন। আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনীর টহল ছিল চোখে পরার মতো। এছাড়া সৈকতের জিরো পয়েন্ট থেকে চারদিকের দুই কিলোমিটার পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা ছিলো। এ উৎসবকে কেন্দ্র করে জাতি ধর্মবর্ন নির্বিশেষে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় হাজার হাজার মানুষের মহামিলন মেলায় পরিণত হয়।

কলাপাড়া পৌর শ্রীশ্রী মদন মোহন সেবাশ্রমের পুরহিত পরিমল চন্দ্র দাস জানান, প্রতি বছর পূর্নিমা তির্থীতে এ রাস লীলা উৎসব ও মেলা চলে আসছে। দ্বাপর যুগে মানুষের দুঃখ, দুর্দশা, হিংসা, হানাহানী, দেখে এবং দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ নাম ধারন করে পৃথিবীতে অবর্তীন হয়। ওই যুগে ভগবান শ্রী কৃষ্ণ নিস্কাম প্রেমের নিদর্শন রেখে যান এবং তিনি যে সর্বভূতে বিরাজ করেন তারই স্বাক্ষী রেখেছেন পূর্নিমা রাতে এ লীলার মাধ্যমে। সেই লীলা অনুসরনে কুয়াকাটায় গঙ্গা ¯œান শেষে পুণ্যার্থী ও দর্শনার্থীরা কলাপাড়ার শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম আঙ্গিনায় রাস মেলা চলে আসছে।

কুয়াকাটা রাস পূজা ও রাস মেলা উদ্যাপন কমিটির সভাপতি এ্যাড. কাজল বরণ দাস জানান, আমরা সফল ভাবে অনুষ্ঠান পালন করেছি। আগত পূন্যার্থীদের মন্দির প্রাঙ্গনে রাত ভর সাংস্কৃতিক উপভোগ করেছে।

মহিপুর থানার ওসি মো.সাইদুল ইসলাম জানান, দর্শনার্থীদের নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি ট্যুরিষ্ট পুলিশ ও র‌্যাবের টহল অব্যাহত ছিলো। তরে কোন ধরনের অপ্রতিকর ঘটনার খরব পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তানভির রহমান জানান, রাস ও গঙ্গা¯œান উৎসব কেবল হিন্দু ধর্মাবলম্বীদের একক অনুষ্ঠানে সীমাবন্ধ থাকেনি। এটি এখন একটি সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে। তবে আগত পুণ্যার্থী, দর্শনার্থীদের নিরাপত্তার জন্য উপজেলা ও জেলা প্রশাসনের সমন্বয়ে সকল ব্যবস্থা নেয়া হয়ে ছিল। এছাড়া পুরো সৈকত সিসি ক্যামেরার আওতায় ছিল বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়