শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০১৮, ০১:৩৭ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদে প্রবেশ ও বের হওয়ার সুন্নতসমূহ

আল-আমিন : মসজিদ মহান আল্লাহ তায়ালার কাছে পৃথিবীর সর্বাধিক প্রিয় স্থান। আল্লাহকে যারা ভালোবাসে তারা মসজিদকেও ভালোবাসে। মুমিনের সঙ্গে মসজিদের যেন আত্মার সম্পর্ক। কিয়ামতের ভয়ানক দিন, যে দিন আর কোনো ছায়া থাকবে না মুমিন বান্দাকে আশ্রয় দেয়ার, সেদিন আল্লাহ তায়ালা মসজিদের সঙ্গে সম্পর্ক সৃষ্টিকারী ব্যক্তিকে নিজের আরশের ছায়ায় স্থান দিবেন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার অন্তর মসজিদের সঙ্গে থাকে সে আরশের ছায়ায় স্থান পাবে।’ (আল হাদিস)

ইসলামের সবচেয়ে পবিত্র স্থান বলে পরিগণিত মসজিদ মুসলমানদের ইবাদতের সর্বোত্তম জায়গা। এখানে আগতদের উদ্দেশ্য থাকে কেবল ইবাদত করা। এই লেখায় মসজিদে প্রবেশ ও বের হওয়ার সুন্নতসমূহ নিয়ে আলোচনা করা হল :

মসজিদে প্রবেশের সুন্নতসমূহ

১. বিসমিল্লাহ পড়া।

২. দরুদ শরিফ পড়া।

৩. অতঃপর এ দোয়া পড়া- আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিক।

৪. মসজিদে ডান পা আগে রাখা।

৫. মসজিদে প্রবেশ করে ইতিকাফের নিয়ত করা। (ইবনে মাজাহ ও শামী)

মসজিদ থেকে বের হওয়ার সুন্নতগুলো

১. বিসমিল্লাহ পড়া।

২. দরুদ শরিফ পড়া।

৩. অতঃপর এ দোয়া পড়া- ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিনফাদলিক।’

৪. মসজিদের বাইরে বাম পা আগে রাখা।

৫. অতঃপর প্রথমে ডান পায়ে জুতা পরা। তারপর বাম পায়ে পরা। (ইবনে মাজাহ ও তিরমিজি)

  • সর্বশেষ
  • জনপ্রিয়