Skip to main content

পাটগ্রাম আওয়ামী লীগ সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সমীরণ রায়: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল ইসলাম নাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার এক শোক বার্তায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুম মো. আনোয়ারুল ইসলাম নাজুর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোক-সন্তপ্ত আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অনুরূপ এক শোক বার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মো. আনোয়ারুল ইসলাম নাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। উল্লেখ্য, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আনোয়ারুল ইসলাম নাজু আজ শুক্রবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইরাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

অন্যান্য সংবাদ