Skip to main content

চোটের কারণে দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে গেলেন এনগিদি

স্পোর্টস ডেস্ক : আগামী তিন মাসের জন্য ক্রিকেট থেকে বাইরে থাকতে হচ্ছে দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদিকে। হাঁটুর ইনজুরির কারণে তাকে দীর্ঘ সময়ের বিশ্রাম দিয়েছেন চিকিৎসক, বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকান দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি। যার ফলে ডিসেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য সিরিজে খেলার সম্ভাবনা একদমই নেই পেস বোলারের। সাথে তাদের ঘরোয়া টি-টুয়েন্টি লিগ এমজানসি লিগও আর অংশ নিতে পারছেন না ২২ বছর বয়সী এই ক্রিকেটার। গত ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ের সময় কিছুটা খারাপ অনুভব করেছিলেন এনগিদি। চিকিৎসকের শরণাপন্ন হয়ে হাঁটুর ইনজুরির কথা জানা যায় এবং তাকে ১২ সপ্তাহের বিশ্রাম দেয় চিকিৎসক। ‘গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ের সময় খারাপ অনুভব করছিলেন লুঙ্গি। তাকে পরীক্ষার-নিরীক্ষার জন্য হাঁটু বিশেষজ্ঞের কাছে দেখানো হয়েছিল এবং সে পর্যন্ত জানা গেছে তার ডান হাঁটুর লিগামেন্টে ইনজুরি রয়েছে।’ ‘এই ইনজুরির জন্য তাকে কমপক্ষে ১২ মাসের বিশ্রামে থাকতে হবে। পাশাপাশি পুনর্বাসনের মাধ্যমে সফলভাবে খেলায় ফিরে আসতে সক্ষম হবে সে, বলেছিলেন প্রোটিয়া ম্যানেজার মোহাম্মদ মোসাজি। এনগিদি গত বছর ওয়ানডেতে আফ্রিকান সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন। ২৩.০৩ গড়ে ২৬ উইকেট নিয়েছিলেন তিনি। এনগিদিকে ২০১৯ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পাওয়ার সম্ভাবনা রয়েছে।