শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০৮ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তী দ্রগবা

স্পোর্টস ডেস্ক : সব ধরণের ফুটবলকে বিদায় জানালেন আইভরি কোস্ট ও চেলসির কিংবদন্তি তারকা দিদিয়ের দ্রগবা। সামাজিক মাধ্যম টুইটারে এ টুইটের মাধ্যমে বৃহস্পতিবার ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি।

৪০ বছর বয়সী এই তারকা চেলসির হয়ে ৩৮১ ম্যাচে করেছেন ১৬৪ গোল। ইংলিশ জায়ান্টদের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন ৪টি, এফএ কাপ জিতেছেন ৪টি। ২০১২ সালে জয় করেন চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত চেলসিতে নিজের ক্যারিয়ারের সোনালী সময়টা পার করেন দ্রগবা। এরপর চেলসিকে বিদায় বলে পরে ২০১৪ সালে আরেক দফায় ফিরেছিলেন প্রিয় ক্লাবটিতে।

নিজ দেশ আইভরি কোস্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও দ্রগবার দখলে। দেশের হয়ে ১০৪ ম্যাচে ৬৫টি গোল করেছেন তিনি। ক্যারিয়ারে শেষ ১৮ মাস দ্রগবা কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ফিনিক্স রাইজিংয়ের হয়ে। শেষ ম্যাচটি খেলেছেন গত সপ্তাহে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অবসরের ঘোষণা দিয়ে এদিন একটি বিবৃতি পোষ্ট করেন দ্রগবা। এই তারকা লিখেছেন, ‘২০ বছর ফুটবল খেলার পর এখন বিদায় বলার সময় এসেছে। আমি সকল খেলোয়াড়, ম্যানেজার, দল ও ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যাদের আমার এই পথ চলায় সঙ্গী হিসেবে পেয়েছি।’

নতুনদের সুযোগ দেওয়ার কথা উল্লেখ করে দ্রবগা লিখেছেন, ‘আমার বিদায়ের পর আমার জায়গাটা কোনো তরুণ ফুটবলার পূরণ করবে এটাই আমি চাই। এই খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিখেছি। এখন সময় এসেছে ফুটবলকে কিছু ফিরিয়ে দেওয়ার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়