শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০৮ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ফের টেটাযুদ্ধ, আহত ২৪

রেজাউল করিম, শ্রীনগর : জেলার সিরাজদীখান উপজেলার বালুচরে দু-গ্রুপের ফের টেটা যুদ্ধে ১০ জন টেটা বিদ্ধসহ আহত হয়েছে ২৪ জন হয়েছে। এ সময় বেশ কিছু বাড়ি ঘর ভাংচুর করে প্রতিপক্ষ । গতকাল বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে । আহতরা হলেন আহতরা হলেন ঁজসিম মোল্লা (২৮), আসাদ মোল্লা (৪৫), জামাল মোল্লা (৫০), মাসুম (৪০), খোকন সরকার (৪৫), আক্তার মুন্সী (২৮), জাকারিয়া (২২), আক্তার মোল্লা (২৮), মজিবর মুন্সী (৫৫), মোক্তার হোসেন (৩৪)। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ মোতায়েন রয়েছে। গুরুতর আহত ৯ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো সহ অন্যান্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

জানাগেছে দীর্ঘ দিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুরু বাউল ও নাছির মোল্লা গ্রুপের টেটাযুদ্ধে গত ২০ আগষ্ট নাসির মোল্লা গ্রুপের তকদির মোল্লা নামে এক সমর্থক টেটা বিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় আওলাদ মোল্লা বাদী হয়ে ৬০ জনকে আসামী করে হত্যা মামলা দ্বায়ের করে। হত্যা মামলার ৩৪ জন আসামী গ্রেপÍার হলে ২৭ জন আসামী গত ১৯শে নভেম্বর জামিন পেয়ে ওই দিন সন্ধ্যায় তারা দেশীয় অস্ত্র নিয়ে মহরা দেয়।

২ দিন উত্তনাজনার পর গতকাল বৃহস্পতিবার সকালে টেটাযুদ্ধে শুরু হলে দুগ্রুপের ১০ জন টেটাবিদ্ধসহ ২৪ জন আহত হয়। এ সময় নাছির গ্রুপের বেশ কিছু বাড়ী ঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে সিরাজদীখান থানা পুলিশ সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে শ্রীনগর ও টঙ্গিবাড়ি থানা পুলিশের সাহায্য নিয়ে বেলা ১১ টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ২ জনকে আটক ও দেশীয় অস্ত্র ৫ শতাধিক টেটা উদ্ধার করা হয়। এছাড়া দুপুরে দোসরপাড়া মুন্সীবাড়িতে লুটপাটের ঘটনা ঘটে। পুলিশকে জানালে ঐ এলাকায় কোন পুলিশ জায়নি বলে জানান স্থানীয়া জানান।

সিরাজদীখান সার্কেল সিনিয়র এএসপি আসাদুজ্জামান জানান, সিরাজদিখান, শ্রীনগর ও টঙ্গিবাড়ি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় পুলিশ মোতায়েন আছে। ২ জনকে আটক করা হয়েছে। এ সমস্যা তাদের পূর্ব পুরুষদের সময় থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়