Skip to main content

‘সাপলুডু’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম

মহিব আল হাসান : বিদ্যা সিনহা মিম। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন তিনি। বর্তমানে নতুন একটি সিনেমা ‘সাপলুডু’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। ছবিটি পরিচালনা করছেন করছেন গোলাম সোহরাব দোদুল। ছবিটির প্রথম লটের কাজ শুরু হয় মানিকগঞ্জে। এরই মধ্যে ছবিটির প্রথম লটের কাজ শেষ হয়েছে। আবারও সিনেমাটির শুটিং আগামী ২৫ নভেম্বর থেকে গাজীপুরে শুটিং শুরু হচ্ছে। এরপর সেখোনে দুইদিন কাজ শেষ করে বান্দরবান রওনা হবে পুরো ‘সাপলুডু’র শুটিং ইউনিট। সেখানে এই নায়িকা টানা ১০ দিন শুটিং করবেন। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। বাংলাদেশের প্রেক্ষাপট নিয়েই ছবির গল্প। অ্যাকশন থ্রিলারধর্মী ‘সাপলুডু’। পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, একটি তারকাবহুল ছবি হতে যাচ্ছে ‘সাপলুডু’ । দেশীয় চলচ্চিত্রে অ্যাকশন থ্রিলার গল্পের ছবি কম নির্মাণ হয়ে থাকে। আর এটা আমার পরিচালিত প্রথম কোনও চলচ্চিত্র। ফলে ভালো কিছু উপহার দেয়ার প্রচেষ্টা থাকবে। এ বিষয়ে মিম বলেন, ‘ছবিতে আমি পুষ্প চরিত্রে কাজ করছি। ছবিটির গল্প অ্যাকশন ধর্মী । এই গল্পে পরিচালক বেশকিছু চমক রেখেছেন। আশাকরি দর্শকরা ছবিটি পছন্দ করবেন। হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অসাধারন অভিনয়ে করে সবার নজরে আসেন মিম। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পীর পুরস্কার লাভ করেন। পরের বছর ২০০৯ সালে মীম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া ছায়াছবিতে। তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এই ছবির জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পীর পুরস্কারের জন্য মনোনীত হন। এর সাথে সাথে মীম ছোট পর্দায় বেশ কিছু নাটকেও নিয়মিত অভিনয় করেন। মিম অভিনীত সবশেষ সিনেমা মুক্তি পায় ‘দুলাভাই জিন্দাবাদ’। এ ছবিতে বাপ্পীর বিপরীতে তিনি অভিনয় করেন।