শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৮, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৮, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে : ফেরদৌসি রহমান

জুয়েল খান :যুক্তরাজ্যে বিএনপির লন্ডন শাখার মহিলা নেত্রী ফেরদৌসি রহমান বলেছেন, যারা বাংলাদেশে রাজনীতি করছেন দেশ চালাচ্ছেন তাদের উচিত প্রবাসীদের ভোট দেয়ার প্রক্রিয়াকে সহজ করা। এই বিষয়টা নিয়ে ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে। কারণ এটা প্রবাসীদের ন্যায্য অধিকার। শুক্রবার সকালে বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের শাসনামলে একটা প্রক্রিয়া হয়েছিলো আপনি যদি ২ দেশের নাগরিক হন তাহলে যে দেশে নির্বাচন করবেন বা ভোট দেবেন, এটি ছাড়া অন্য দেশের নাগরিকত্ব বাতিল করতে হবে। এই ব্যবস্থা এখনো আছে। তবে এই ব্যবস্থা একটা আইনগত কাঠামোতে আনতে হবে।

তিনি জানান, বাংলাদেশের রাজনৈতিক এবং নির্বাচনী প্রক্রিয়া যদি স¦চ্ছ থাকে তাহলে ডাকযোগে ভোট দেয়ার প্রক্রিয়াকে আরো সহজ এবং স¦চ্ছ করা সম্ভব। কারণ যারা বিদেশের বিভিন্ন দূতাবাসে কাজ করেন তারা কিন্তু খুব সহজেই ভোট দিতে পারেন তাদের দুতাবাসের মাধ্যমে।

তিনি জানান, আমরা বাঙালীরা অনেক আবেগী, আমরা আমোদের দেশের নির্বাচনে ভোট দিতে না পারলে অনেক কষ্ট পাই। তাই এই ব্যবস্থা নিয়ে সরকার এবং নির্বাচন কমিশনকে উদ্যোগ নেয়া উচিত।

তিনি বলেন,প্রায় এক কোটি বাংলাদেশি বিদেশের বিভিন্ন দেশে বসবাস করেন। কিন্তু তাদের অধিকাংশই ভোট দিতে পারেন না। তারা বাংলাদেশের সকল রাজনৈতিক ঘটনার উপর নজর রাখেন, মতামত দেন, তর্ক-বিতর্ক করেন। প্রতিবার নির্বাচন এলে এই বিষয় নিয়ে আলোচনা হয়। আইন অনুযায়ী যে প্রবাসীরা বাংলাদেশের যৌথ নাগরিক হয়েছেন তারা ভোট দিতে পারেন না। আর অন্যরা ভোট দিতে পারেন তবে সে প্রক্রিয়া সময়সাপেক্ষ। সুত্র: বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়