শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৮, ০৯:৪৭ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৮, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ মাসেও ফলাফল দেয়নি কুবির লোক প্রশাসন বিভাগ

আবু বকর রায়হান, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের (৬ষ্ঠ ব্যাচ) স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষার প্রায় আট মাস পেরিয়ে গেলেও এখনো ফলাফল প্রকাশিত হয়নি। বিভিন্ন চাকরি পরীক্ষায় ফলাফল না পাওয়ায় আবেদন করতে পারছেন না বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে দেখা যায়, চলতি বছরের এপ্রিলে স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা শেষ করে ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা। অথচ তার পরবর্তী ব্যাচ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের (৭ম ব্যাচ) ও স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, চলতি বছরের এপ্রিলে পরীক্ষা দিলেও ফলাফল প্রকাশ হয়নি। ঐ ব্যাচের শিক্ষার্থীরা স্যারদের সাথে যোগাযোগ করলে কয়েকদিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে বলে আশ্বাস দিলেও তা আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রাইভেট চাকরিতে অনার্সের সার্টিফিকেটের চেয়ে মাস্টার্সের সার্টিফিকেটের অগ্রাধিকার দেওয়া হয়। যার ফলে মাস্টার্সের রেজাল্ট প্রকাশিত না হওয়ায় চাকরির বাজারে প্রবেশ করতেও প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। প্রাইভেটের চাকরির সুযোগ পেলেও মাস্টার্সের সার্টাফিকেটের না থাকার কারণে সেই সুযোগও হাতছাড়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, এক্সট্রানাল শিক্ষক খাতা দেখতে দেরি করায় রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়