শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৮, ০৯:২৭ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৮, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে নাঈমের চমক

আক্তারুজ্জামান : অভিষেক টেস্টে প্রথমে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নাঈম হাসান। এরপর বল হাতেও নাকানি-চুবানি খাওয়াচ্ছেন ক্যারিবীয় ব্যটসম্যানদের। ১৮ বছরে পা দেওয়ার আগেই মা্ঠে নেমে ঘূর্ণি যাদুতে পাঁচ উইকেটের ড্রিম ফিগার ছুঁয়েছেন। আর সেই সঙ্গে নাম লিখিয়েছেন রেকর্ডবুকে।

সবচেয়ে কম বয়সী হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট শিকারীর তালিকায় নাঈমই এখন শীর্ষে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে সরিয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে অভিষেকে পাঁচ উেইকেটের রেকর্ড এখন নাঈমের। অন্যদিকে সবমিলিয়ে কম বয়সীদের তালিকায় চতুর্থস্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

চট্টগ্রামে নিজেদের ৩২৪ রানের পর ব্যাটিংয়ে নামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ৩১ রানে ৩ উইকেট পতনের পর চেজ আর আমব্রিস জুটি সফরকারীদের হা্ল ধরার চেষ্টা করেন। ৪৬ রানের জুটি গড়ে যখন বিপদের কারণ হয়ে দাড়াচ্ছিল ঠিক তখনই শুরু নাঈমের অ্যাকশন। রোস্টন চেজকে দিয়েই শুরু করেন শিকার। ইমরুলের হাতে ক্যাচ দিয়ে ৩১ রানে ফেরেন চেজ।

এরপর বাকি ৪টি উইকেট শিকারে আর কারো সহায়তাও পেতে হয়নি নাঈমের। কেননা তিনটি এলবিডব্লিউ এবং বাকি একটি বোল্ডের মাধ্যমে শিকার করেন পাঁচ উইকেট। নিজের দ্বিতীয় উইকেটে সুনীল আমব্রিসকে ফেরান ১৯ রানে।

সফরকারীদের লোয়ারঅর্ডারকে ধসিয়ে দিতে একাই যথেষ্ট ছিলেন নাঈম। শেষ চার ব্যাটসম্যানের মধ্যে তিনজনকেই ফিরিয়েছেন তিনি। দেবেন্দ্র বিশু (৭), কেমার রোচ (২) ও শেষ দিকে ঝড় তুলতে চাওয়া ওয়ারিক্যানকে (১২) তুলে নিয়ে অভিষেকেই ৫ উইকেট শিকারের মাইলফলক অর্জন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়