শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৮, ০৬:২৭ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৮, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের করাচিতে চীনা কনস্যুলেটে হামলা; ৩ হামলাকারী নিহত

সান্দ্রা নন্দিনী : পাকিস্তানের দক্ষিণের শহর করাচিতে চীনের কনস্যুলেটে তিন আত্মঘাতী হামলাকারী ঢুকতে চাইলে ভবনে প্রবেশের মুখেই তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন শহর পুলিশ প্রধান। এছাড়া, অন্তত দুই পুলিশ কর্মকর্তা হামলায় নিহত হয়েছে বলে জানা গিয়েছে। হামলার দায় স্বীকার করেছে বেলোচ লিবারেশন আর্মি-বিএলএ। শুক্রবার স্থানীয় সময় সকালে এঘটনা ঘটে। সূত্র : রয়টার্স

তবে, চীনের কনস্যুলেটের ভেতরে কূটনীতিকরা সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এদিকে, হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

করাচি পুলিশ প্রধান আমির শেখ জানান, তিন হামলাকারী একটি বিস্ফোরকভর্তি গাড়িতে করে কনস্যুলেটের ভেতরে প্রবেশের চেষ্টা করে। তবে সেখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তাদের বাধা দিতে সমর্থ্য হয়। প্রথমে এক হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়। পরবর্তীতে বাকি দু’জনকেও হত্যা করা হয়। তিনি বলেন, ভিসা সেকশনে ঢুকতে চেষ্টা করলেও মূল কম্পাউন্ডের ভেতরেই প্রবেশ করতে দেওয়া হয়নি আত্মঘাতী হামলাকারীদের।

এদিকে, হামলাকারী সংগঠন বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালোচ রয়টার্স’কে টেলিফোনে জানান, ‘আমাদের তিন সদস্য হামলায় অংশ নিয়েছিলো। তারা চীনা কনস্যুলেটে ঝড় তুলে দিয়েছে। কেননা, চীন আমাদের সম্পদগুলো শোষণ করছে।’

প্রসঙ্গত, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশটি প্রাকৃতিক ও খনিজ গ্যাসে সমৃদ্ধ হলেও এটি দেশটির দরিদ্রতম প্রদেশ হিসেবেই পরিচিত। আর শুক্রবারের হামলাটি পাকিস্তানের মাটিতে অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে বহুদিনের পরীক্ষিত বন্ধুদেশ হিসেবে পরিচিত প্রতিবেশী চীনের ওপর চালানো সবচেয়ে বড় হামলার ঘটনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়