শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৮, ০৫:৪১ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৮, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ভারতকে হটিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। নর্থ সাউন্ডে ১৭ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ইংলিশরা।

ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বোলারদের তোপে নির্ধারিত ওভারের ৩ বল বাকি থাকতেই ১১২ রানে অলআউট হয় ভারত। ওপেনার স্মৃতি মান্দানা সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন। এছাড়াও জেমিমাহ রদ্রিগেজ ২৬, অধিনায়ক হারমানপ্রীত কৌর ১৬ এবং ওপেনার তানিয়া ১১ রান করেন।

ইংল্যান্ডের নাইট সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়াও গর্ডন ও একলেস্টোন ২টি করে উইকেট তোলেন।

জবাব জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪ রানে দুই ওপেনারকে হারায় ইংলিশরা। তবে তৃতীয় উইকেট জুটিতে এমি জোনস (৫৩) এবং নাটালি স্কিভারের (৫২) ব্যাটে জয় পেয়ে যায় ইংল্যান্ড। দুই ব্যাটসম্যানই অপরাজিত থেকে মাঠ ছাড়েন। জোনস ৪৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন। আর ৩৮ বলে পাঁচ বাউন্ডারিতে ৫২ রান তোলেন স্কিভার।

ভারতের দীপ্তি শর্মা আর রাধা যাদভ ১টি করে উইকেট নেন।

এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তবে অজিদের কাছে পাত্তাই পায়নি উইন্ডিজরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ১৭.৩ বলে ৭১ রানেই থেমে যায় উইন্ডিজদের ইনিংস।

অস্ট্রেলিয়ার আলিসা হিলি সর্বোচ্চ ৪৬ রান করেন। অধিনায়ক ম্যাগ লেনিং করেন ৩১ রান, রেচেল হেইনেস ২৫ রান এবং গার্ডনার ১৪ রান করেন।

জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজি বোলারদের বোলিং তোপে ৭১ রানেই থামে উইন্ডিজদের ইনিংস। অধিনায়ক স্টেফানি টেলর সর্বোচ্চ ১৬ রান তোলেন। এছাড়া আর কেউই দুই অংক ছুঁতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়