Skip to main content

সিআইএ খাসোগজি হত্যায় যুবরাজ সালমানের নাম বলেনি: ট্রাম্প

আব্দুর রাজ্জাক: সৌদি ভিন্নমতালম্বী সাংবাদিক জামাল আহমেদ খাসোগজি হত্যার নির্দেশদাতা হিসেবে যুবরাজ সালমানের ওপর কোন অপবাদ দেয়নি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। বৃহস্পতিবার যুবরাজ সালমানকে সমর্থন করে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই হত্যাকা-টির জন্য অবশ্যই তার অনুমোদন বা নির্দেশনার প্রয়োজন হয়েছে এবং সিআইএ নির্দেশদাতা হিসেবে বিন সালমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল। সূত্র: বিবিসি ট্রাম্প বলেন, ‘সিআইএ এখনো তাদের তদন্ত কার্যক্রম সমাপ্ত করেনি। সিআইএ’র প্রতিবেদনটি আমার কাছে রয়েছে। যুবরাজ সালমানের জড়িত থাকার প্রমাণ যেমন তারা পায়নি তেমনি আর কেউ তা প্রমাণ করতে পারবে বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রের জন্য সৌদি আরব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’ বিন সালমান খাসোগজির হত্যার বিষয়টি হয়তো ভালভাবেই জানেন। তিনি এর সাথে জড়িত থাকতে পারেন বা না পারেন তাতে ওয়াশিংটনের কিছু যায় আসেনা। রিয়াদ ওয়াশিংটনের ঐতিহাসিক ঘনিষ্ট মিত্র ছিল, আছে এবং থাকবে বলে এ সপ্তাহের গোড়ার দিকে ট্রাম্প জানিয়েছিলেন। গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কন্স্যুলেটে খাসোগজি হত্যায় সৌদি নেতৃত্বেরও কোন সংশ্লিষ্টতাও নেই বলে তারা শুরু থেকেই দাবি করে আসছে।

অন্যান্য সংবাদ