শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৮, ০৪:৪৮ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৮, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে বাংলাদেশের সশস্ত্রবাহিনী দিবস পালিত

তরিকুল ইসলাম : যথাযথ মর্যাদা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের ৪৮তম সশস্ত্রবাহিনী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সন্ধ্যায় স্থানীয় অভিজাত হোটেল সেরিনায় এক সংবর্ধনার আয়োজন করে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রতিরক্ষা শাখা। এতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রবাসী ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী সৈয়দ জুলফিকার আব্বাস বুখারী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিউর রহমান তার স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে সশস্ত্র বাহিনী গঠন ও এই দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও গৌরবময় অবদানের কথা তুলে ধরেন।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদকালে তার নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

সশস্ত্র বাহিনীতে বিপুল সংখ্যক নারী সদস্য নিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিকায়ন ও গুণগত মানবৃদ্ধিরকরণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখন দেশের জনগণের নির্ভরতার প্রতীক ও বিশ্ব ব্যাপী শান্তি প্রতিষ্ঠার দূত পরিণীত হয়েছে।

অনুষ্ঠানে বক্তৃতাকালে হাইকমিশনার তারিক আহসান বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতিকে নেতৃত্ব প্রদান ও স্বাধীন দেশে সশস্ত্র বাহিনীর উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আর্ত মানবতার সেবা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নেতৃত্বমূলক অবদান রাখার কথা উল্লেখ করে হাইকমিশনার বলেন, এ সকল কার্যক্রমের ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশে-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে।

অনুষ্ঠানে বাংলাদেশের হাই কমিশনারসহ সার্ক দেশ সমূহের রাষ্ট্রদূত ও হাই কমিশনারগণ, কূটনৈতিক কোরেরডীন, বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কেককাটায় অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়