Skip to main content

কমলগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ‘মোবারক র‍্যালী’

সাদিকুর রহমান সামু, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য মোবারক র‍্যালীলিতে মানুষের ঢল নামে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) বাদ জোহর আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ শাখার উদ্যোগে এ র‍্যালী বের করা হয়। হাজারও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী থেকে র‍্যালী শুরু হয়ে ভানুগাছ বাজারে গিয়ে শেষ হয়। প্রিয় নবীর প্রতি দরুদ ও সালামের নজরানা পেশ করে নগরী প্রদক্ষিণ করে হুব্বে রাসূলে সিক্ত কাফেলা। কালেমা খচিত ও রাসূল (সা.) এর শানে রচিত নানা কালজয়ী কবিতার শ্লোকে অঙ্কিত দৃষ্টিনন্দন র‍্যালী অনুষ্ঠিত হয়।

অন্যান্য সংবাদ