শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৮, ০২:৪০ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৮, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় প্রান্তিকে সিঙ্গাপুরের প্রবৃদ্ধি ৩ শতাংশ

রাশিদ রিয়াজ : ধারণার চেয়ে সিঙ্গাপুরের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশ কিছুটা ধীর প্রকৃতিতে তৃতীয় প্রান্তিকে দাঁড়িয়েছে ৩ শতাংশে। গত অক্টোবরে দেশটির সরকার প্রবৃদ্ধি ৪.৭ শতাংশে পৌঁছাবে এমন আভাস দেওয়ার পাশাপাশি রয়টার্সের জরিপে ১১ জন বিশ্লেষকের অভিমত হচ্ছে এ হার ৪.২ শতাংশ। সিঙ্গাপুরের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এও জানিয়েছে গত দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল ১ শতাংশ। দেশটির সরকার ইতিমধ্যে সতর্ক করে বলছে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ আগামী বছর সিঙ্গাপুরের অর্থনীতির ওপর আরো নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে। বিজনেস স্ট্যান্ডার্ড

সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এখন বলছে এ বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ থেকে সাড়ে ৩ শতাংশ হতে পারে। আগে যা ছিল আড়াই থেকে সাড়ে ৩ শতাংশে। আগামী বছর দেশটির প্রবৃদ্ধি প্রথম ভাগে কমে দেড় শতাংশে স্থির হলেও বছর শেষে তা সাড়ে ৩ শতাংশে পৌঁছাতে পারে। চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের প্রভাব সিঙ্গাপুরে বিনিয়োগের ওপর প্রভাব ফেলেছে, রাশ টেনে ধরেছে আর্থিক বাজারসমুহে। তৃতীয় প্রান্তিকে প্রভাব পড়েছে সিঙ্গাপুরের উৎপাদনশীল খাতের ওপরও। সিঙ্গাপুরের শীর্ষ অর্থনীতিবিদ আলভিন লিউ বলেন, শিল্প উৎপাদনের যে আশা করা গিয়েছিল তাতে সংযমের গতি লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় প্রান্তিকে দেশটির শিল্পউৎপাদন খাতের প্রবৃদ্ধি সাড়ে ৩ শতাংশে নেমে আসলেও তা এর আগে ছিল ১০.৭ শতাংশ। গত বছর জিডিপি বৃদ্ধির হার ছিল ২.২ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়