শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:১৫ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৬ আসনের মনোনয়ন নিয়ে নতুন করে ভাবছে আওয়ামী লীগ

আসাদুজ্জামান সম্রাট : মনোনয়ন নিয়ে বিরুপ প্রতিক্রিয়ার ফলে ২৬টি আসনে নতুন করে জরিপ করছে আওয়ামী লীগ। সেখানের সর্বশেষ তথ্য সংগ্রহ করছে সরকারি সংস্থার পাশাপাশি আওয়ামী লীগের গবেষণা সংস্থা। এই রিপোর্টের পর আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করার পরই দলীয় প্রার্থীদের চিঠি দেয়া শুরু করবে আওয়ামী লীগ। ফলে মনোনীত প্রার্থীদের ২৫ নভেম্বরের আগে চিঠি পাওয়ার সম্ভাবনা কম।

দলের নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, ইতিপূর্বে সংগ্রহীত রিপোর্টে বেশ কয়েকটি আসনের বিষয়ে বাস্তবতা বিবর্জিত রিপোর্ট থাকা এবং ওই আসনে খসড়া মনোনয়নে বিতর্ক দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রিপোর্ট আসার পর ওই আসনগুলোতে খসড়া তালিকার প্রার্থীর নাম পরিবর্তন হতে পারে। গতকালও এ নিয়ে কাজ করেছে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও পার্লামেনটারি বোর্ডের এক মেম্বারের সংসদ ভবনের কার্যালয় এ নিয়ে কাজ চলছে।

তবে বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তনের বিষয়ে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়ায় আওয়ামী লীগের নীতিনির্ধারকরা নতুন করে ভাবনায় পড়েছেন। শেরপুর-৩ আসনের প্রার্থী মনোনয়নের বিষয়ে আবারও নতুন করে রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে। নওগাঁর দু’টি আসনের বিষয়েও নতুন করে রিপোর্ট নেয়া হচ্ছে। ঝিনাইদহ, যশোর, পিরোজপুরের একটি করে আসনের বিষয়ে নতুন তথ্য নেয়া হচ্ছে। বরিশাল-৩ ও পটুয়াখালী-৪ আসনেও মহাজোটের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে তথ্য নেয়া হচ্ছে।

বরিশাল-৩ আসনটি নিয়ে মহাজোটের শরীক দু’দল জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পাটি কঠোর অবস্থানে রয়েছে। কেউ কাউকে আসনটি ছেড়ে দিতে চাইছে না। উল্টো নতুন করে বরিশাল-২ আসন চাইছে জাতীয় পার্টি। এ বিষয়ে এখন আওয়ামী লীগ কোনো গ্রীণ সিগন্যাল দেয়নি। যশোর-২ আসনের খসড়া মনোনয়ন তালিকা সংশোধন হতে পারে ওই আসনের রিপোর্ট পাওয়ার পর। বর্তমান এমপি ও সাবেক একজন প্রতিমন্ত্রী চেষ্টা মনোনয়নের চেষ্টা অব্যাহত রেখেছেন।

এবারের মনোনয়নে সবচে’ বড়ো চমক থাকবে আলোচিত প্রার্থীদের কারো মনোনয়ন না পাওয়া। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. প্রাণ গোপাল দত্ত মনোনয়ন পাচ্ছে না। আরেক ডাক্তার নেতা ইকবাল আর্সলানও মনোনয়ন দৌড় থেকে ছিটকে পড়েছেন। এ্যাটনী জেনারেল মাহাবুব আলমও মনোনয়ন পাচ্ছেন না। মহাজোটে নতুন অন্তর্ভুক্ত বিকল্পধারার জন্য আসন বরাদ্দ করতে গিয়ে আওয়ামী লীগের জনপ্রিয় দু’ সংসদ সদস্যকে বাদ দেয়া হচ্ছে। এর মধ্যে লক্ষীপুর-৪ আসনে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নানকে মনোনয়ন দিতে গিয়ে ওই এলাকার সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুনকে বাদ দেয়া হচ্ছে। তবে মুন্সীগঞ্জে সাগুফতা ইয়াসমিন এমিলিকে বাদ দিতে চাইছে না আওয়ামী লীগ।

আগামী ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। তবে অমিমাংসিত আসনগুলোতে মনোনয়ন দিতে বিলম্ব হলে তা একদিন পেছাতে পারে। এদিকে মনোনয়ন বঞ্চিতদের ভীড় লেগেই আছে প্রধানমন্ত্রীর গণভবনের বাসভবনে। বুধবার রাত ১১টা পর্যন্ত দলীয় মনোনয়ন বঞ্চিত প্রায় ৫০০ লোকের কথা শুনেছেন তিনি। সেখানে মনোনয়ন বঞ্চিতরা তাদের মনের ক্ষোভ জানিয়েছেন। মনোনয়ন পেলে সম্ভাবনার কথাও শুনিয়েছেন। ওই সাক্ষাতকালে অনেক সংসদ সদস্য উপস্থিত থাকলেও কথা বলার সুযোগ পাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়