শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৮, ১১:০০ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে জীবননগরের ইউপি চেয়ারম্যান ময়েন কালীগঞ্জে গ্রেফতার

জামাল হোসেন খোকন : ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের সদস্যদের অভিযানে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা যুবদল নেতা ও ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন ময়েনকে (৩৯) ১১০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল তৈরির বিভিন্ন উপকরণসহ বুধবার গভীর রাতে ঝিনাইদহ কালীগঞ্জ শহরতলী থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আক্তার বলেন, আমি সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে কালীগঞ্জ শহর এলাকায় অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালীগঞ্জ ট্রাক স্ট্যান্ড সংলগ্ন জনৈক ইলিয়াস হোসেনের বাড়ীর তৃতীয় তলার একটি ফ্লাটে নকল ফেনসিডিল তৈরির কার্যক্রম চলছে।

এ সংবাদের ভিত্তিতে রাত ১১ টার দিকে ওই বাড়িতে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা কালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে ময়েন উদ্দিন ময়েনকে গ্রেফতার করি। এ সময় ওই ফ্লাট থেকে ১১০ বোতল ফেনসিডিল,১১৭ টি ফেনসিডিলের খালি বোতল,১১ কেজি ৯০০ গ্রাম তরল ফেনসিডিল,ফেনসিডিল তৈরির চার কেজি তরল পদার্থ, ফেনসিডিল বোতলের ২৩৫ টি কর্ক ও ২৫০ গ্রাম সাদা রঙের ফিটকিরি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ময়েন জিজ্ঞাসাবাদে নিজেকে সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা যুবদল নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলে দাবী করেন।

তিনি আরো বলেন,ময়েন উদ্দিন ময়েন দীর্ঘদিন ধরে ওই ফ্লাটে ভাড়া নিয়ে বসবাস করার সুযোগে গোপন নকল ফেনসিডিল তৈরির কারখানা গড়ে তুলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত ময়েনের বিরুদ্ধে চুয়াডাঙ্গার জীবননগর, ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হাফ ডজনের বেশি মাদকের মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়