Skip to main content

বরিশালে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার আগৈলঝাড়া উপজেলায় আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গৈলা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি দিপ্তী বিশ্বাসের সভাপতিত্বে কেন্দ্রীয় কালী মন্দির সড়কের সুজনকাঠী এলাকায় উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সমন্বয়ক আবু সালেহ লিটন, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, সাবেক অধ্যাপক রনজিত বাড়ৈ খোকন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার প্রমুখ।