শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৮, ১০:৪৭ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: জেলার আগৈলঝাড়া উপজেলার ৮৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বৃহস্পতিবার সকালে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ২০১৮-২০১৯ অর্থ বছরে রবি মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বীজ ও সার বিতরণ করেন।

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বসু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায় প্রমুখ।

পরে উপজেলার পাঁচটি ইউনিয়নের চাষীদের মধ্যে এক’শ জনকে বোরো ধান বীজ, ২৫০ জনকে ভুট্টা বীজ, দুইশ’ জনকে সরিষা বীজ, একশ’ জনকে খেসারী বীজ, দুইশ’ জনকে মুগডাল বীজ ও ২০জনকে ফেলন ডাল বীজসহ মোট ৮৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে বীজ এবং বোরো ধান, ভুট্টা ও সরিষা চাষীদের ২০কেজি করে ড্যাপ সার ও ১০ কেজি এমওপি সার এবং ফেলন, খেসারী ও মুগডাল চাষিদের ১০কেজি করে ড্যাপ ও পাঁচ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়