শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৮, ১০:২৬ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হলো নাঈমের টেস্ট মিশন

আক্তারুজ্জামান : চলতি বছরে যেন টেস্ট ক্রিকেটারদের অভিষেক হওয়ার এক উৎসব বয়ে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগ পর্যন্ত মোট ছয়জনের অভিষেক হয়েছিল বাংলাদেশ দলে। আর আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ পরেছেন চট্টগ্রামের ছেলে ও অনূর্ধ্ব-১৯ দলের স্পিনার নাঈম হাসান। এটার মাধ্যমে চলতি বছরে টেস্ট অভিষেক হলো বাংলাদেশের সাত ক্রিকেটারের।

এ বছর বাংলাদেশ দলের হয়ে টেস্টে অভিষেক হয়েছে সানজামুল ইসলাম, আবু জায়েদ, আরিফুল হক, নাজমুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও খালেদ আহমেদের। তবে আজ শুরু হওয়া ম্যাচে শুধু মিঠুনই আছেন একাদশে। আরিফুল নেই সমন্বয়ের কারণে। অন্যরা বাদ পড়েছেন ছন্দে না থাকায়।

২০০২ সালের পর এবারই প্রথম এক বছরে সাত ক্রিকেটারের অভিষেক হলো বাংলাদেশ ক্রিকেটে। টেস্ট আঙিনায় ১৮ বছরে ১১১ টেস্টে অভিষেক হয়েছে বাংলাদেশের ৯৩ খেলোয়াড়ের। প্রতিবছর বাংলাদেশ গড়ে ছয়টি করে টেস্ট খেললে প্রতিবছর গড়ে টেস্ট ক্যাপ পেয়েছেন ৫ জন।

নাঈম হাসানের ক্যারিয়ার খুব বেশি দিনের না। গত বছরের জানুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেটে চট্টগ্রাম বিভাগের হয়ে অভিষিক্ত হন। ঐ বছরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলেন চিটাগং ভাইকিংসের হয়ে। এখন পর্যন্ত ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৮টি এবং ২৭টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৩২টি উইকেট শিকার করেছেন। বিপিএলে দুটি ম্যাচ খেলে একমাত্র উইকেট হিসেবে মুশফিককে শিকার করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়