Skip to main content

স্কোয়াডে না থেকেও বাংলাদেশ দলে ‘অচেনা মুখ’

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। ম্যাচের টস শেষ হওয়ার পর প্রেসবক্সে পাঠানো বাংলাদেশ দলের খেলোয়াড়ের তালিকা দেখে একটু ‘হোচট’ লাগলো। সেখানে ১৫ নম্বর খেলোয়াড় হিসেবে নাম রয়েছে অচেনা একজনের। নামটি হলো শাখাওয়াত হোসেন সাইমন। কিন্তু কথা হলো কে এই ‘শাখাওয়াত’? ক্যারিবীয়দের বিরুদ্ধে বাংলাদেশের স্কোয়াডে তো এমন কোনো নাম ছিল না। তিনি কীভাবে এলেন চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ দলে? [caption id="attachment_746979" align="aligncenter" width="638"] লিস্টের ১৫ নম্বরে থাকা এই শাখাওয়াত হোসেন সায়মন, নামটি বাংলাদেশের স্কোয়াডে ছিল না।[/caption] এই প্রশ্নের উত্তর পরে দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ‘খেলোয়াড়দের সহায়তা করতেই মূলত ওকে নেওয়া হয়েছে। মাঠে পানি নিয়ে যাওয়া, ফিল্ডারদের কাছে সরঞ্জামাদি পৌঁছে দেওয়া, একটু ফিল্ডিং করে দেওয়া, এসব কারণেই রাখা। আর বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কড়া নিয়ম থাকে। আকসুর ব্যাপার-স্যাপার আছে। এ কারণেই খেলোয়াড় তালিকায় ওর নামটা দিয়ে রাখা। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া স্কোয়াডের বাইরেও খেলোয়াড় রাখার চর্চা আছে।’ ১৫ নম্বর খেলোয়াড় শাখওয়াতের পরিচয় ও দলে অন্তর্ভুক্তির কারণ বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির খান, ‘শাখাওয়াত চট্টগ্রামেরই ছেলে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলে। এ টেস্টে বদলি খেলোয়াড় হিসেবে আছে।’ [caption id="attachment_746980" align="aligncenter" width="318"] এই সেই অচেনা মুখ ‘সাইমন’[/caption] সাইমন চাইলে চট্টগ্রাম টেস্টের খেলোয়াড় তালিকাটা বাঁধিয়ে রাখতে পারেন। কারণ চট্টগ্রাম টেস্টের খেলোয়াড় তালিকায় সাকিব-মুশফিকদের সঙ্গে উঠে গেছে তার নামটাও। বয়সভিত্তিক ক্রিকেটের গ-ি পেরোনোর আগে ক্রিকেটের অভিজাত সংস্করণটা কেমন, সেটি খুব কাছ থেকে দেখতে পাওয়া, জাতীয় দলের ড্রেসিংরুম ভাগাভাগির অভিজ্ঞতা রোজ রোজ মেলে না।