শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৮, ০৯:০২ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবাধিকারকর্মীদের ওপর নিপীড়ন চালিয়েছে সৌদি সরকার

সান্দ্রা নন্দিনী : এবছর মে মাস থেকে নারীসহ বহু গ্রেপ্তার মানবাধিকারকর্মীর ওপর নির্যাতন, যৌন নিপীড়ন ও হেনস্থা চালিয়েছে সৌদি আরব সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ ও ‘হিউম্যান রাইটস ওয়াচ’ এই অভিযোগ জানায়। সূত্র : সিএনএন

তিনজন ভুক্তভোগীর সাক্ষ্য উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, মানবাধিকারকর্মীদের কারাগারে ধরে নিয়ে গিয়ে ইলেক্ট্রিক শক ও বেধড়ক পিটুনি দেওয়া হত। এর মাধ্যমে বেশকিছুদিন তাদের দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত হারিয়ে যেত। তাদের শরীরে মারের দাগ দেখা যেত এবং হাতের ওপর নিজেদের নিয়ন্ত্রণ থাকতো না। এমনকী, এরমধ্যে একজন ভুক্তভোগী মানবাধিকারকর্মী কারাগারের ভেতর একাধিকবার আত্মহননের চেষ্টা পর্যন্ত করেছেন।

বিবৃতিতে জানানো হয়, একজন নারী মানবাধিকারকর্মী জানিয়েছেন, তাকে একাধিকবার মুখে মাস্ক পরিহিতদের কাছে যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে।

অন্য আরেকটি বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, মে মাসের শুরুতে আটককৃত তিনজন নারী মানবাধিকারকর্মীর ওপর তদন্ত চালিয়ে জানা যায়, তাদেরকে মাঝেমধ্যেই ইলেকট্রিক শক ও বেত্রাঘাত করা হয়েছে। এছাড়া, জোরকরে তাদের জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা হত।

এদিকে, সৌদি সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এসকল অভিযোগ প্রত্যাখ্যান করে জানানো হয়, সৌদি আরবের শাসনব্যবস্থায় নির্যাতনের কোনও সুযোগ নেই। অপরাধী সে নারী হোক বা পুরুষ, তদন্ত চলাকালে তার ওপর কোনরকম শারীরিক, যৌন ও মানসিক নির্যাতন করার প্রশ্নই ওঠে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়