শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৮, ০৮:১৭ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাসের ‘সেরা’ বিশ্বকাপ হবে কাতারে

রাকিব উদ্দীন : ২০২২ সালের ২১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কাতার ফুটবল বিশ্বকাপ। কেমন হবে কাতার বিশ্বকাপ? কাতারে বিশ্বকাপ আয়োজনের ঘোষণা আসার পর থেকেই ফুটবল ভক্তদের মাঝে এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। শঙ্কা রয়েছে অংশগ্রহণকারী দেশের কর্মকর্তাদেরও। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানটিনো বলছেন, ২০২২ সালের বিশ্বকাপই হবে ইতিহাসের ‘সেরা’।

[caption id="attachment_746915" align="alignnone" width="500"] Stadium, Al Rayyan[/caption]

ফুটবল ইতিহাসে কাতারে রেকর্ডের কোনো চিহ্ন নেই। শুধু বিশ্বকাপকে সামনে রেখেই গত কয়েক বছরে কাতার তৈরি করেছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। বিশ্বের সবচেয়ে সৌন্দ্যর্যমন্ডিত ও আকর্ষনীয় স্টেডিয়াম তৈরি করছে কাতার। সেখানকার অতিরিক্ত গরম আবহাওয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন সবাই। এই গরমের জন্য বিশ্বকাপের চিরচেনা সূচীও বদলেছে ফিফা, বিশ্বকাপ হবে নভেম্বর-ডিসেম্বরে। তবে এতকিছুর পরেও যেন শঙ্কাটা কাটছে না। এসবের মাঝে যোগ হয়েছে ঘুস নিয়ে কাতারের বিশ্বকাপ আয়োজনের অভিযোগও।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানটিনো অবশ্য আশ্বাস দিলেন, কাতার বিশ্বকাপ হতাশ করবে না কাউকেই, ‘একটি স্মরণীয় বিশ্বকাপ বলতে যা বোঝায়, সেটার সব উপাদানই থাকবে ২০২২ বিশ্বকাপে। খুবই প্রতিদ্বন্ধিতামূলক বিশ্বকাপ হবে। এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে যেতে সময় লাগে সর্বোচ্চ এক ঘণ্টা, এটা সমর্থকদের জন্য ভালো হবে। গত কয়েক বছরে কাতারের অবকাঠামোগত উন্নতিটা চোখে পড়ার মতো। আর আবহাওয়া নিয়ে যে অভিযোগটা ছিল, সেটাও দূর হয়েছে। নভেম্বরে তাপমাত্রা থাকবে ১৫-২৫ ডিগ্রি, এটা ফুটবলের জন্য আদর্শ তাপমাত্রা।’

প্রশ্ন হলো নভেম্বরে বিশ্বকাপ হলে ইউরোপিয়ান ফুটবলের কী হবে? ইনফানটিনো মনে করেন, আলোচনার মাধ্যমে বিশ্বকাপের জন্য ক্লাব ফুটবলের সময়সূচী পরিবর্তন হবে, ‘কাতার বিশ্বকাপের জন্য সব দেশই সহায়তা করবে। ইউরোপিয়ান ফুটবলের সূচী নিয়েও দুশ্চিন্তার কিছু নেই। আমি সবাইকে একটা কথাই বলতে চাই, যারা ফুটবল ভালোবাসে তারা যেন কাতারে আসে। ২০২২ সালের বিশ্বকাপই হতে যাচ্ছে ইতিহাসের সেরা টুর্নামেন্ট!’

ইনফানটিনোর কথা কতটুক সত্যি হয়, সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও তিন বছর। সূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়