শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৮, ০৭:০২ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এরা আসন চায়, খুনের বিচার চায় না’

রবিন আকরাম : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছোট দলগুলোর জনপ্রিয়তা না থাকলেও তারা বড় দুটি দলের কাছে আসন চায়, কিন্তু খুনের বিচার চায় বলে মন্তব্য করেছেন জিটিভি ও সারাবাংলার সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।

বৃহস্পতিবার একটি অনলাইন নিউজ পোর্টালে তিনি এসব কথা লিখেছেন।

ইশতিয়াক রেজার ভাষায়, নির্বাচন আসছে, তাই দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ দ্রুত বেগে বাড়ছে। একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে, যেই জিতুক, সরকার হচ্ছে কোয়ালিশনের। বর্তমান ক্ষমতাসীনরা জিতলে হবে মহাজোট সরকার, আর হারলে আসছে ঐক্যফ্রন্ট সরকার। আর এ বিষয়টাও বেশ পরিষ্কার যে– এবার আর ২০১৪’র ৫ জানুয়ারির মতো অস্বস্তির নির্বাচন হচ্ছে না, হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন।

বড় দুটি দলকে যেভাবে ছোট ছোট দল ও ব্যক্তিকে সামলাতে হচ্ছে তা বেশ দেখার মতো। ছোট দলের বড় নেতারা বড় দলকে সমর্থনের বিনিময়ে প্রতিনিয়ত চাপ বাড়িয়ে বলছে এটা চাই, ওটা চাই। তারা গণতন্ত্রের কথা বলে, সুশাসনের কথা বলে, কিন্তু নিজস্ব জনপ্রিয়তা নেই। তাই আসন যতটা চাপ দিয়ে নিয়ে নেওয়া যায়। চাইতে গিয়ে কেউ কেউ নাকি নিজের গাড়ি চালকের নামও তালিকায় ঢুকিয়ে দিচ্ছে, এমন মসকরাও হচ্ছে। এরা আসন চায়, খুনের বিচার চায় না, বরং সেটা ভুলে যেতে পারলেই বাঁচে। এরা কোনও দুর্নীতির কথাও এখন উচ্চারণ করতে চায় না। জমজমাট ভোট নাটকের আরও অনেক পর্ব হয়তো দেখা বাকি আছে আমাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়