শিরোনাম
◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৮, ০৫:৩০ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ দিনের মধ্যে ইশতেহার দেবে ঐক্যফ্রন্ট

সাব্বির আহমেদ : আগামী ৭ দিনের মধ্যেই নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট। ইতোমধ্যে ফ্রন্টের ইশতেহারের খসড়া চূড়ান্ত হয়েছে। ৫ প্রতিশ্রুতি ও ১১ লক্ষ্যের ভিত্তিতে এই ইশতেহার হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে ঐক্যফ্রন্টের ইশতেহার কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, ঐক্যফ্রন্টের ইশতেহারে প্রাধান্য পাবে কর্মসংস্থান ও বাক-স্বাধীনতার বিষয়।

ঐক্যফ্রন্টের নির্বাচনি ইশতেহার প্রণয়নে ৬ সদস্যের একটি কমিটি কাজ করছে। যারা ৫টি প্রতিশ্রুতির বিষয়কে প্রধান্য দিয়ে ইশতেহার তৈরির কাজ করছেন। এ কমিটির প্রধান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। অন্য সদস্যদের মধ্যে বিএনপি থেকে মাহফুজ উল্লাহ, গণফোরাম থেকে আ ও ম শফিক উল্লাহ, নাগরিক ঐক্য থেকে ডা. জাহেদ উর রহমান, জেএসডি থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী।

নাম প্রকাশ না করার শর্তে ইশতেহার কমিটির এক সদস্য বলেন, সুনির্দিষ্ট ৫টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে ইশতেহারের কাজ চলছে। যার প্রথমেই রয়েছে কৃষিতে ভর্তুকি। পর্যায়ক্রমে দ্রব্যমূল্য নির্ধারণ ও শ্রমিকদের মজুরি, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, বেকারত্ব নিরসন, বিচার ব্যবস্থার সংস্কার, নির্ধারণকে গুরুত্ব দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়