শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৮, ০৪:২৯ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ইসি আবার আ.লীগকে ক্ষমতায় আনার পরিকল্পনা করছে’

রবিন আকরাম : গণফোরামের নির্বাহী সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা সুব্রত চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন বর্তমান দলকে আবার ক্ষমতায় আনার পরিকল্পনা করছে।

বুধবার অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪ এর সাথে আলাপকালে তিনি এসব কথা বলেছেন।

সুব্রত চৌধুরী বলেন, নির্বাচন কমিশন ভোটে আস্থা ফেরাতে কোন ব্যবস্থা নেয় নি। উল্টো নানারকমের বিধিনিষেধ আরোপ করেছে। যেমন সাংবাদিকদের বলা হয়েছে পোলিং স্টেশনে ঢুকবা কিন্তু লাইভ করতে পারবা না এবং বিদেশি পর্যবেক্ষকদের বলা হযেছে পুতুলের মতো দাড়িয়ে থাকতে হবে। তার মানে কি, যেনতেনভাবে বর্তমান দলকে আবার ক্ষমতায় আনার পরিকল্পনা আছে। সরকার যদি এগুলো করে নিজেরাও নিরাপদে থাকতে পারবে না। তারা সেই জায়গায় যেনো রাষ্ট্রটাকে না নিয়ে যায়।

তিনি বলেন, জনগণ অপেক্ষায় আছে, আওয়ামী অপকর্মের দরুণ এই সরকারকে তারা একদিনের জন্যও সহ্য করতে পারছে না। সেজন্য আমরা বলছি, সামনে আমাদের একটা সুযোগ আসছে। এটা শুধু জাতীয় ঐক্যফ্রন্টের সুযোগ না, ১৬ কোটি মানুষের সুযোগ। এবং আমাদের মুক্তিযুদ্ধ ও ৩০ লক্ষ্য শহীদের যে স্বপ্ন আওয়ামী লীগ ভেঙ্গে চুরমার করে দিয়েছে সে জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই।

সুব্রত চৌধুরী বলেন, এখন মানুষের ভোট কেন্দ্রে যাওয়া যদি নিশ্চিত করতে পারি, এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে, ‘তিনি কারচুপির নির্বাচন করবেন না।’ এটাকে যদি আমরা ধরে নিই তাহলে আমাদের বিজয় অবশ্যম্ভাবী। জনগণ ভোটকেন্দ্রে যাবে এবং ভোটের হিসেব তারা নেবে। জনগণের মধ্যে যদি একটা জোয়ার সৃষ্টি হয়, কোন প্রতিবন্ধকতা, কোন নীল নকশা, কোন রাজ চালাকি কাজে লাগবে না। অতীতে যেমন মানুষ উচিত শিক্ষা দিয়েছে যারা এগুলো করেছে। আমার আশঙ্কা হচ্ছে, সরকার যদি সে পথে যায়, জনগণ উচিত শিক্ষা দিয়ে দেবে। ইতিহাস থেকে তাদের শিক্ষা নেয়া উচিত।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়