শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৮, ০৩:৫৮ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ৩ মাদক পাচারকারীকে বিভিন্ন মেয়াদে সাজা

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ৩মাদক পাচারকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ইয়াবাসহ আটককৃতরা হচ্ছেন, সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেপা এলাকার মৃত সজল আহাম্মদের ছেলে মোঃ আলম(৪০), বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মৃত কবির আলমের ছেলে মোঃ আবু সিদ্দিক(২৫)সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ আব্দুল্লাহ(১৯)।

টেকনাফ-২ বিজিবি’র সহকারী পরিচালক মোঃ নুরুল হুদা জানান,২১নভেম্বর বুধবার বিকালে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কর্মরত হাবিলদার মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল রুহুল্লার ডেপা এলাকায় গমন করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইয়াবা ক্রয় বিক্রয় উদ্দেশ্য সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেপার মোঃআলমের বসত বাড়িতে অবস্থান করছে।উক্ত সংবাদে বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে রক্ষিত স্টিলের আলমারি ভেতর বিভিন্ন কাপড় ভর্তি একটি শপিং ব্যাগ দেখতে পায়।

পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ব্যাগটি বের করে কাপড়ের সাথে মোড়ানো অবস্থায়৩০লাখ টাকার মূল্য মানের ১০হাজার পিস ইয়াবাসহ তিনজনকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রাখার দায়ে ধৃত আসামীদের১৪৩পিস ইয়াবা ট্যাবলেটসহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

অবশিষ্ট ৯হাজার ৮৫৭পিস ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়